SEO ফ্রেন্ডলি বাংলা আর্টিকেল র‍্যাঙ্ক করার নিয়ম

আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের আর্টিকেলের মধ্যে আপনাদের জানানোর চেষ্টা করব যে কিভাবে এসইও ফ্রেন্ডলি বাংলা বা ইংলিশ আর্টিকেল লিখতে হয়। SEO ফ্রেন্ডলি বাংলা বা ইংলিশ আর্টিকেল লেখার জন্য যে সমস্ত ধাপগুলো মেনে আর্টিকেল লিখতে হয়
SEO ফ্রেন্ডলি বাংলা আর্টিকেল র‍্যাঙ্ক করার নিয়ম

সেই সমস্ত নিয়ম সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। আপনি যদি এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়তে পারেন তাহলে আপনার আর্টিকেলটি গুগলের ফাস্ট পেজে দেখাবে। যদি বিশ্বাস না হয় তাহলে এপ্লাই করে দেখতে পারেন।

SEO ফ্রেন্ডলি বাংলা আর্টিকেল র‍্যাঙ্ক করার নিয়ম

১।আপনি যে বিষয়ে আর্টিকেল লিখতে চান সেই বিষয়ে আগে থেকেই গুগলে, ইউটিউবে এবং ফেসবুকে ভালোমতো রিসার্চ করে নিবেন। কারণ আপনি যে বিষয়ের উপর আর্টিকেল লিখবেন সেই বিষয়ের উপর যদি আপনার সঠিক ধারণা না থাকে সেক্ষেত্রে আপনার আর্টিকেলে সঠিক তথ্য পাওয়া যাবে না।

তাই যেকোন আর্টিকেল লেখার আগে ভালো করে রিসার্চ করে নিবেন। যাতে করে আপনার পাঠক কোন ভুল ইনফরমেশন না পায়।

২।আপনার আর্টিকেলটি গুগলের ফাস্ট পেজে আনার জন্য আর্টিকেল লেখার পাশাপাশি এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড রিসার্চ করতে হবে। যে সমস্ত কিওয়ার্ড নিয়ে খুব বেশি ওয়েবসাইটে লেখা হয় নাই সেই সমস্ত কিওয়ার্ড নিয়ে লেখার চেষ্টা করবেন।

তাহলে দেখবেন খুব সহজেই গুগলের প্রথম পেজে আপনার পোস্টটি র‍্যাংক করছে। এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয় সেই সম্পর্কে একটি আর্টিকেল লেখার চেষ্টা করব। আপনারা সবাই সেই পোস্টটি পড়লে খুব সহজেই এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন।

৩।আপনি যে আর্টিকেলটি লিখবেন সেই আর্টিকেলটি অবশ্যই ইউনিকোর্ট ফরমেটে বা চলিত ভাষায় লিখতে হবে। যদি অভ্র বা অন্যান্য ভাষা ব্যবহার করেন তাহলে এসইও স্কোর ভালো হবে না।

.৪।পোস্টের টাইটেল বা শিরোনাম অবশ্যই পাঁচ থেকে আট শব্দের মধ্যে হতে হবে যদি এসইও স্কোর ভালো চান। তাই আপনি চেষ্টা করবেন আপনার পোষ্টের শিরোনাম বা টাইটেল ৫ থেকে ৮ শব্দের মধ্যে রাখার।

৫।পোস্টের পার্মালিংক বাংলিশে লিখতে হবে এবং এক থেকে দুই শব্দের মধ্যে হতে হবে। যদি দুই শব্দের পার্মালিংক লিখতে চান তাহলে অবশ্যই দুই শব্দের মাঝখানে স্পেস না দিয়ে ড্যাশ চিহ্ন ব্যবহার করবেন।

৬।সারা বছর যে সমস্ত ট্রফিক গুগলে, ইউটিউবে ও ফেসবুকে সার্চ করা হয় সেই সব কিওয়ার্ড নিয়ে পোস্ট লেখার চেষ্টা করবেন।

৭।আপনি যদি ইভেন্ট বা অকেশন ভিত্তিক পোস্ট লিখতে চান সে ক্ষেত্রে উক্ত ইভেন্টের অন্তত ৩০ দিন আগে সে বিষয়ে পোস্ট লিখতে হবে। যেমন আপনি যদি ২৬ শে মার্চ সম্পর্কে একটি পোস্ট লিখতে চান সেক্ষেত্রে এক মাস আগে লেখার চেষ্টা করবেন এতে করে আপনার পোস্টটি আস্তে আস্তে রেঙ্কে আসা শুরু করবে। ২৬ শে মার্চের ৫ থেকে ৭ দিন আগে থেকে ভিজিটর আসা শুরু করবে।

৮।আপনি যে কিওয়ার্ড দিয়ে আর্টিকেল লিখবেন সেই কিওয়ার্ডটির সাথে (এইচ টু, লার্জ, বোল্ড) টাইটেল এ যুক্ত করবেন।

৯।প্রতিটি ফিচার ইমেজ ইউনিকোড ফরমেটে বা HD হতে হবে এবং সর্বনিম্ন ওয়িট ১০০ Px হতে হবে। এবং রেশিও ১৬ঃ৯ হতে হবে।

ব্লক পোস্টে আপলোডকৃত প্রতিটি ছবি ওয়েবপেজ ফরমেটে হতে হবে এবং ৫০ কিলোবাইট এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে ওয়েব পেজ ফরমেটে ছবি কিভাবে তৈরি করব। ওয়েবপেজ ফরমেটে ছবি তৈরি করার জন্য গুগলে গিয়ে সার্চ করবেন ফটোপিয়া ডটকম।

এরপর ফটো পিয়া ওয়েব সাইটে চলে যাবেন। তারপর হোম আইকনে ক্লিক করতে হবে এরপর ওপেন ফর্ম কম্পিউটার এ ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার কম্পিউটারের গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে যে ছবিটি আপনার ব্লগে পোস্ট করবেন সেই ছবিটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করার সাথে সাথে ফটোপিয়া ওয়েব সাইটে আপনার ছবিটি ওপেন হয়ে যাবে।

এরপর ক্রোপ টুলে ক্লিক করে উপরে ফ্রি লেখা আছে সেখানে ক্লিক করে 16/9 এটাতে ক্লিক করে টিক দিয়ে দিলেই হয়ে যাবে। এখন এই ছবিটা ওয়েব পেজ ফরমেটে কনভার্ট করার জন্য ফাইল অপশনে ক্লিক করে চলে যাবেন export as তারপর ওয়েব পেজ সিলেক্ট করার সাথে সাথে একটি পপ আপ ফাইল ওপেন হবে। 

সেখানে ফরমেট ওয়েবপেজ দিয়ে দিবেন এবং ওয়েট হবে ১০০০ ও কোয়ালিটি ৫০ কিলোবাইট রাখবেন। তারপর সেভ করে নিবেন এরপর ফিচার ইমেজ টা ওয়েবসাইটে আপলোড করার আগে ফাইল নেম সেই পোষ্টের ফোকাস কিওয়ার্ড দিয়ে পরিবর্তন বা চেঞ্জ করে নিবেন।

যদি ফোকাস কিওয়ার্ড একাধিক শব্দের হয় তাহলে সেই কিওয়ার্ডের মাঝে স্পেস না দিয়ে ড্যাশ চিহ্ন ব্যবহার করেন। তাহলে দেখবেন আপনার পোষ্টের ফিচার ইমেজ সহজেই র‍্যাংক করছে।

১১।কোন ধরনের ট্রান্সলেটর ব্যবহার করা যাবে না। আমরা অনেকেই AI এর সাহায্য নিয়ে বাংলা বা ইংরেজি আর্টিকেল লেখার চেষ্টা করি কিন্তু এই কাজগুলো ভুলেও করা যাবে না। AI দিয়ে আর্টিকেল তৈরি করলে এসইও স্কোর ভালো হবে না।

কিন্তু আপনি চাইলে AI কে যে কোন কিওয়ার্ড দিয়ে কমান্ড দিয়ে সেখান থেকে ধারণা নিতে পারেন। ধারণা নেওয়ার পরে দেখবেন AI সত্য বলেছে না মিথ্যা বলেছে সেটি অবশ্যই রিসার্চ করে নিতে হবে। AI কে ব্যবহার করে ধারণা নিতে পারেন কিন্তু তার দেওয়া আর্টিকেল ওয়েব সাইটে পোস্ট করা যাবে না।


১২।যেসব বিষয়ে অলরেডি বিভিন্ন বাংলা বা ইংরেজি ব্লগে পোস্ট লেখা হয়েছে সে সকল বিষয়ে আর্টিকেল লেখা যাবে না। তারপরও যদি লিখতে চান তাহলে তার থেকে ভালো করে এবং অধিক ইনফরমেশন দিয়ে লিখতে হবে তাহলে সেটি গুগলের কাছে গ্রহণযোগ্য হবে।


১৩।প্রতিটা পোস্টে সর্বনিম্ন .১,৫০০ শব্দের হতে হবে। সবথেকে ভালো হবে যদি তিন হাজার প্লাস শব্দের আর্টিকেল লিখতে পারেন। কারণ বর্তমানে অনেকেই বাংলা বা ইংরেজি ব্লক সাইট নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে। তাই আপনি এমন একটি পোস্ট লেখার চেষ্টা করবেন যেটা গুগলে অধিক সময় ধরে র‍্যাংকে থাকে।

.১৪।আপনি যদি আপনার ব্লগ পোস্ট পাঠককে বুঝানোর জন্য স্ক্রিনশট ইমেজ ব্যবহার করতে হয় তাহলে স্ক্রিনশটের অতিরিক্ত অংশ বা অপ্রয়োজনীয় অংশ কেটে বাদ দিয়ে দিবেন। কারণ স্ক্রিনশটের অতিরিক্ত অংশ রাখলে সেই স্ক্রিনশটের ছবিটা গুগলে র‍্যাংক নাও করতে পারে। 


১৫।মেইন ফোকাস কিওয়ার্ড প্রতিটি পোস্টে ন্যূনতম দশবার প্রাসঙ্গিকভাবে বসাতে হবে। আগে গুগলের শর্ত ছিল মেইন ফোকাস কিওয়ার্ড হুবহু দশ জায়গায় রাখতে হবে কিন্তু ২০২৫ সালে এসে এটি আপডেট হয়ে গেছে। ধরুন আপনার মেইন ফোকাস কিওয়ার্ড হলো কি খেলে ওজন বাড়ে আগে শর্ত ছিল এরকম যে কি খেলে ওজন বাড়ে এটাই দিতে হবে উল্টাপাল্টা হলে র‍্যাংক করত না।

কিন্তু ২০২৫ সালে এসে এরকম ফোকাস কিওয়ার্ড দিলে এসইও স্কোর ভালো হয় না এখন শর্ত হলো মেইন ফোকাস কিওয়ার্ড হুবহু না দিয়ে ফোকাস কিওয়ার্ডের শব্দগুলো কথার সাথে মিলিয়ে আলাদা আলাদা ভাবে দিলে সেটি বেশি গ্রহণযোগ্য হবে এবং SEO স্কোর ভালো হবে। এই আপডেটটি আসার কারণ হলো

মেইন ফোকাস কিওয়ার্ড হুবহু ঠিক রেখে আগে পিছে বাক্য তৈরি করা অনেকটা কঠিন হয়ে যেত। তাই আপনি যদি এখন ফোকাস কিওয়ার্ড হুবহু না দিয়ে কিওয়ার্ডের শব্দ গুলো ভিন্ন ভিন্ন জায়গায় বসিয়ে পোস্ট তৈরি করেন তাহলে দেখবেন আপনার পোস্টটি র‍্যাংক করছে। কারণ google এখন বুঝতে পারে যে আপনি আর্টিকেলটি কোন বিষয়ে লিখেছেন।

১৬।প্রত্যেকটি পোষ্টের টাইটেলের শুরুতে এবং ভূমিকার শুরুতে ফোকাস কিওয়ার্ড মডিফাই করে রাখতে হবে।

লেখক এর মন্তব্য বা উপসংহার

আমি আমার ওয়েবসাইটে বাংলা আর্টিকেল লিখে কিভাবে google এর ফাস্ট পেজে নিয়ে আসি সেই সমস্ত সকল আইডিয়া আজকের আর্টিকেলের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। তাই আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য একটি গুপ্তধন হতে পারে। কারণ আমি এই আর্টিকেলটি লেখার আগে গুগলে বা you tube এ অনেক রিসার্চ করে দেখেছি

কিন্তু সেরকম আইডিয়া গেদার করতে পারি নাই। এরকম কথা কেন বলছি এটা আপনি নিজেই বুঝতে পারবেন যখন এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ে এই বিষয়গুলো আপনার আর্টিকেলের মধ্যে এপ্লাই করবেন। তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এই আর্টিকেলটি একটি গুপ্তধন হতেই পারে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মারিয়া অনলাইন ব্লকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url