রাজহাঁস পালন লাভজনক কেন - রাজহাঁসের ডিম কত দিনে ফুটে
হাঁসের ভিটামিন ঔষধআজকের আর্টিকেলে রাজহাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। যে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করব সে সম্পর্কে একটু জেনে নেই। রাজহাঁস পালন লাভজনক কেন, রাজহাঁসের ডিম কত দিনে ফুটে, রাজহাঁস বছরে কয়টি ডিম দেয়, রাজহাঁসের ডিম কোথায় পাওয়া যায়, রাজহাঁসের খাদ্য তালিকা, রাজহাঁসের বাচ্চার দাম, রাজহাঁস কত দিনে ডিম দেয় এই সাতটি পয়েন্ট নিয়ে আজকের আর্টিকেলটি সাজানো হয়েছে।
সূচিপত্রঃ রাজহাঁস পালন লাভজনক কেন
আপনি যদি এই পয়েন্ট সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে এই পোস্টটি আপনাকে মনোযোগ দিয়ে পড়তে হবে। আপনি যদি পুরো পোস্টটি পড়ে নেন, তাহলে এই সকল বিষয়ে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। তাহলে চলুন আর দেরি না করে পুরো আর্টিকেলটি গবেষণা করে দেখা যাক এবং বিস্তারিত জেনে নেওয়া যাক।
রাজহাঁস পালন লাভজনক কেন
আমাদের দেশের রাজহাঁসের চাহিদা অনেক বেশি কারণ রাজহাঁসের মাংস খেতে অনেক সুস্বাদু। আপনাদের জানাবো রাজহাঁস পালন লাভজনক কেন, কিভাবে রাজহাঁস পালন করলে লাভজনক বেশি হওয়া যায় তাহলে চলুন জেনে নেওয়া যাক। রাজহাঁস পালন করে লাভজনক হতে চাইলে আপনার ভূমি থাকতে হবে।
এবং আশেপাশে নদী-নালা থাকতে হবে তাহলে আপনি লাভজনক হবেন। অন্যথায় আপনি লাভবান হবেন না কারণ রাজহাঁসের খাবার অনেক বেশি লাগে অন্য হাঁসের থেকে। তাই আপনার বাড়িতে যদি পর্যাপ্ত জায়গা থাকে তাহলে আপনি সেই জায়গাতে কিছু সবুজ ঘাস লাগাবেন এতে আপনার খাবারের খরচ টা কমে যাবে এদিকে আপনার লাভ বেশি হবে।
আরো পড়ুনঃ হাঁসের প্যারালাইসিস রোগের ঔষধ
সেই জন্য রাজহাঁস পালন করতে হলে ৫০% খাবার আপনার নিজেকে তৈরি করতে হবে। আবার আপনি চাইলে ধানের গুড়ার সাথে চাউলের বুড়া মিশিয়ে খাওয়াতে পারেন এতে করে খরচ অনেকটা কমে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে রাজহাঁস পালন করলে লাভজনক হওয়া যায়।
এছাড়াও রাজহাঁস পালন লাভজনক হওয়ার আরেক কি কারণ হলো বর্তমান বাজারে রাজহাঁসের চাহিদা অনেক বেশি। এবং রাজহাঁসের মাংস এবং ডিম খেতে অনেক সুস্বাদু হয় যার কারণে বাজারে এর চাহিদা অন্যান্য মাংসের থেকে বেশি দেখা যায়। আবার অন্যান্য মাংস কিংবা ডিমের থেকে রাজহাঁসের মাংস এবং ডিমের দাম অনেক গুনে বেশি হয়ে থাকে।
যার কারণে খামারিরা রাজহাঁস পালন করে অল্প সময়ের মধ্যে লাভের মুখ দেখতে সক্ষম হয়। এছাড়াও রাজহাঁসে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ পুষ্টিবিদরা নানা রকম রোগের হাত থেকে বেচে থাকার জন্য রাজহাঁসের মাংস বা ডিম খাওয়ার পরামর্শ দিয়ে থাকে যার কারণে বাজারে এর চাহিদা বেশি রয়েছে।
রাজহাঁসের ডিম কত দিনে ফুটে
রাজহাঁসের ডিম সাধারণত ২৭-২৮ দিনের ভিতর ডিম থেকে বাচ্চা হয়। আবার মাঝে মাঝে দেখা যায় ২৭-২৮ দিনের পরে বাচ্চা ফুটে কারণ পর্যাপ্ত তাপ না পেলে ডিম ফুটতে কিছুদিন লেট হতে পারে। আর যদি ভালো তাপের ব্যবস্থা করে দেন তাহলে ২৭-২৮ দিনের ভিতরে বাচ্চা ফুটা শুরু করে বৈজ্ঞানিক মতে।
রাজহাঁস বছরে কয়টি ডিম দেয়
রাজহাঁস বছরের ২-৩ বার ডিম দিয়ে থাকে। এবার বলি বছরে কয়টি ডিম দেয় সচরাচর দেখা যায় রাজহাঁস বছরে ৩০-৪০ টা ডিম দিয়ে থাকে। আবার অনেক রাজহাস আছে বছরে ৩০-৪০ টার বেশি ডিম দিয়ে থাকে। আপনি চাইলে রাজহাঁসকে ডিম পাড়ানোর জন্য ঔষধ খাওয়াতে পারেন আপনি যদি সেই ঔষধ আপনার রাজহাঁসকে দিতে পারেন তাহলে আপনার ডিমের পরিমাণ বেড়ে যাবে।
আরো পড়ুনঃ হাঁসের ডিম বৃদ্ধির ঔষধ
তাহলে চলুন দেখি ওষুধের নাম কি রাজহাঁসের ডিমের পরিমাণ বাড়াতে চাইলে ই-সেল ঔষধ ব্যবহার করতে পারেন। যদি সঠিক নিয়মে ওষুধ খাওয়াতে পারেন তাহলে ডিমের পরিমাণও বেড়ে যাবে এর জন্য ডাক্তারের পরামর্শ নিতে পারে। রাজহাঁস বছরে কয়টি ডিম দেয় এবং কি ঔষধ খাওয়ালে ডিম বেশি দেয় আশা করি বুঝতে পেরেছেন।
রাজহাঁসের খাদ্য তালিকা
রাজহাঁসের খাদ্য তালিকা নিয়ে আপনাদের সাথে কথা বলবো কি কি খাবার খেলে রাজহাঁস ভালো ডিম দিবে এবং হাঁসের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে রাজহাস সবুজ খাবার খেতে বেশি পছন্দ করে। এবং তাদের শরীর স্বাস্থ্য সবুজ খাদ্য খাওয়ালে অনেক ভালো থাকে রোগবালাই কম হয়।
এছাড়া আপনি ঘাস, কাঁঠালের পাতা, সবুজ শাক গাছ, গম গাছের সবুজ অংশ এই সমস্ত খাবার রাজহাঁসের জন্য অনেক উপকারী এছাড়াও আরো অনেক ধরনের খাবার খেয়ে থাকে। রাজহাঁসের বাচ্চা হলে কি খাবার দিলে দ্রুত ওজন বাড়বে ২০ থেকে ২৫ দিন বয়স হলে ফিট খাদ্য খাওয়াবেন এবং 70% সবুজ খাবার খাওয়াবেন।
আরো পড়ুনঃ হাঁসের মাংস খেলে কি প্রেসার বাড়ে
সাথে থায়বিন ঔষধ খাওয়াবেন তাহলে অতি দ্রুত রাজহাঁসের ওজন বাড়বে এবং রোগবালাই কম আসবে। ঔষধটি সপ্তাহে ৩-৪ দিন খাওয়াবেন সেই সাথে আবদ্ধ ঘরে না রেখে খোলামেলা জায়গাইয় রাখার চেষ্টা করবেন। কেননা রাজহাঁস প্রায় ১২ মাসেই অনেক ধরনের রোগ হয়ে থাকে এবং অনেক বাচ্চা সেই রোগ মারা যায়।
তাই আপনি যদি এই প্রসেসটা কাজে লাগান তাহলে আপনার বাচ্চা রোগ থেকে মুক্তি পাবে। এখন বলব বড় রাজহাঁসের জন্য কি খাওয়ালে ভালো হবে। সর ঘুম ভাঙ্গা, ঘুম ভাঙ্গ্ ছোলা, গুঁড়ো দুধ, মিটমিল, কোকোনাট মিল, লবণ প্রতিদিন খেতে দিবেন এবং 70% সবুজ খাবার খাওয়াবেন এবং আপনারা চাইলে কম দামে ভালো খাবার তৈরি করতে পারবেন।
আরো পড়ুনঃ হাঁসের চুনা পায়খানার ঔষধ
যেমন বয়লার ফিট, চাউলের গুড়া, ছাল, ধানের গুড়া এইসব খাবার পানি দিয়ে মিশিয়ে প্রতিদিন ৩-৪ বার খেতে দিবেন। আর যদি আপনার ফিট খাদ্য ভালো মানের হয় তাহলে দিনে দুই তিনবার দিলে চলবে। এখন বলব কত বয়সের রাজহাঁস কত পরিমানে খাবার খেয়ে থাকে। দুই থেকে পাঁচ সপ্তাহের মধ্যে ৪০ থেকে ৯০ গ্রাম খাবার খেয়ে থাকে এবং প্রাপ্ত বয়স হলে 200 গ্রাম খাবার খেয়ে থাকেন বৈজ্ঞানিক মতে।
এবং 70 পার্সেন্ট সবুজ খাবার খাওয়াতে হবে আশা করি এই সমস্ত খাবার খাওয়ালে আপনার রাজহাঁস রোগ থেকে বাঁচবে এবং ওজন ও স্বাস্থ্য ভালো থাকবে। এখন আপনাদের জানাবো কোন রাজহাঁসের ওজন কেমন।
চীনা রাজহাস
চীনা রাজহাস এর রং হয়ে থাকে ধবধবে সাদা। পুরুষ রাজহাঁস ৯ থেকে ১০ কেজি হয়ে থাকে এবং স্ত্রী রাজহাঁসের ওজন ৮ থেকে ১০ কেজি হয়ে থাকে।
সিবাস্তোপল রাজহাঁস
সিবাস্তোপল রাজহাস ও সাদা হয়ে থাকে। পুরুষ রাজহাঁসের ওজন 6 থেকে 7 কেজি এবং স্ত্রী রাজহাঁসের ওজন চার থেকে পাঁচ কেজি হয়ে থাকে।
টুলুজ রাজহাঁস
টুলুস রাজহাঁস গলা পেট ও লেস সাদা রঙের হয়ে থাকে। পুরুষ রাজহাঁসের ওজন ১৪ থেকে ১৫ কেজি এবং স্ত্রী রাজহাঁসের ওজন নয় থেকে ১০ কেজি হয়ে থাকে ।
অ্যাম্বডেন রাজহাঁস
অ্যাম্বডেন রাজহাস পুরুষ রাজহাসের ওজন ১৫ থেকে ১৬ কেজি এবং স্ত্রীরা চাষের ওজন নয় থেকে দশ কেজি হয়ে থাকে। আপনি যেকোনো একটা যাতের রাজহাঁস নিয়ে পালন শুরু করতে পারেন এবং ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন।
রাজহাঁসের ডিম কোথায় পাওয়া যায়
আপনি রাজহাঁসের ডিম দিয়ে বাচ্চা ফুটাতে চান তাহলে আপনাকে রাজহাঁসের খামার বা পরিচিত কারো থেকে নিতে হবে। কারণ বাজারে যে ডিম বিক্রি করা হয় সেই ডিম দিয়ে আপনি বাচ্চা ফুটাতে পারবেন না। সেই জন্য আপনাকে রাজহাঁসের খামারির সাথে যোগাযোগ করতে হবে। আর যদি ডিম খাওয়ার জন্য ক্রয় করতে চান তাহলে বাজার থেকে রাজহাঁসের ডিম ক্রয় করতে পারেন।
রাজহাঁসের ডিম ৪০০ টাকা হালি বিক্রি করে থাকে এবং এর দাম বাজারের সাথে ওঠানামা করে। রাজহাঁসের মাংস এবং ডিমের অনেক চাহিদা রয়েছে কারণ রাজহাঁসের ডিম এবং মাংস অন্যান্য হাঁসের তুলনায় অনেক সুস্বাদু হয়ে থাকে সেই জন্য রাজহাঁসের মাংস এবং ডিমের চাহিদা দিন দিন বেড়েই চলছে।
রাজহাঁসের বাচ্চার দাম
রাজহাঁসের বাচ্চা ১ থেকে ২ দিন এরকম বয়সের বাচ্চার দাম ৫০০ থেকে ৭০০ টাকা জোড়া হয়ে থাকে এবং একাক অঞ্চলে একাক রকম দাম হয়ে থাকে। কিন্তু যে বাচ্চাদের বয়স একটু বেশি ১৫ থেকে ২০ দিন সেই বাচ্চাগুলো ১০০০ থেকে ১২০০ টাকা হয়ে থাকে। রাজহাঁসের বাচ্চার দাম বাজারের সাথে উঠানামা করে থাকে।
এবং রাজহাঁসের কয়েকটি জাত রয়েছে এক এক জাতের রাজহাঁসের দাম এক এক রকম হয়ে থাকে। তাই আপনি যখন রাজহাঁস ক্রয় করবেন তখন বিক্রি মূল্য যাচাই-বাছাই করে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে থেকে রাজহাঁসের বাচ্চা ক্রয় করতে পারেন। আমরা আপনাদের রাজহাঁস ব্যবসায়ীদের ফোন নাম্বার দিয়ে দেব।
আপনি চাইলে তার সাথে যোগাযোগ করে দাম দর মিটিয়ে এবং বাচ্চাগুলো কোন জাতের সেসব সম্পর্কে বিস্তারিত জেনে রাজহাঁসের বাচ্চা ক্রয় করতে পারবেন। ফোন ০১৭ ৩৯ ৪৮ ৯১ ৯৯ এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যেকোনো এলাকা শহরে ক্রয় করতে পারেন। এরা প্রতি নিয়ত গাড়ির মাধ্যমে বিভিন্ন হাঁস মুরগি ফ্রি ডেলিভারি দিয়ে থাকে। আপনি তাদের সাথে কথা বলে বিভিন্ন রকমের হাঁস মুরগির বাচ্চা বাসায় বসে থেকে ক্রয় করতে পারেন।
রাজহাঁস কত দিনে ডিম দেয়
রাজহাঁস কত দিনে ডিম দেয় সাধারণত, দেখা যায় রাজহাঁস ৭ থেকে ৮ মাসের বিতরে ডিম দিয়ে থাকে। রাজহাঁস প্রতি ক্লাসে ৮ থেকে ১৫ টি ডিম দেয়। আবার এর থেকে কম বেশিও হতে পারে খাবারের মান যদি ভালো হয় তাহলে ৮ থেকে ১৫ টি ডিম পাওয়ার সম্ভাবনা রয়েছে। ডিম পাড়ার সময় রাজহাঁস দিনে কিংবা রাতে একবার ডিম পাড়ে।
ডিম পাড়া শুরুর আগে রাজহাঁস তার বাসা তৈরি করে নেয়। বাসা তৈরির জন্য রাজহাঁস ঘাস, কাদা, পাতা ইত্যাদি ব্যবহার করে। ডিম পাড়ার পর রাজহাঁস তার ডিমে তাপ দিতে থাকে তাপ দেওয়ার ফলে রাজহাঁসের বাচ্চা ফুটতে বেশি সময় লাগে না। সেজন্য রাজহাঁসকে তার ডিম তাপ দিতে দেওয়া হয় অনেকেই আছেন রাজহাঁস ডিম পাড়ার সাথে সাথে ডিম তুলে নেয় এটা ঠিক নয়।
উপসংহার
আমাদের পুরো পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমাদের আজকের এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ে থাকেন তাহলে অবশ্যই ইতিমধ্যে আপনি রাজহাঁসের কয়েকটি পয়েন্ট সম্পর্কে বিস্তারিত জেনে ফেলেছেন।
আমাদের পোস্টটি যদি আপনাদের কোন কাজে লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।
মারিয়া অনলাইন ব্লকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url