আমের পোকা দমনের সকল ঔষধ সম্পর্কে জেনে নিন

আম গাছে সার প্রয়োগ পদ্ধতি জানতে ক্লিক করুনআমের পোকা দমনের ঔষধ, আমাদের পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে মানুষ আম খেতে পছন্দ করে না কিন্তু আমরা যারা আম চাষ করে থাকি তাদের হয় যত ধরনের সমস্যা। কারণ আম চাষ করতে গেলে আম গাছে বিভিন্ন ধরনের পোকামাকর এসে সব আম নষ্ট করে দেয়। কিন্তু আমরা অনেকেই এই পোকামাকর দমন করার জন্য প্রস্তুত থাকি না যার কারণে আম গাছে বিশাল ক্ষতি হয়ে যায়।

আমের পোকা

তাই আপনিও যদি এই পোকামাকড় দমন করতে না জানেন তাহলে আজকের আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়া শুরু করুন। কারণ আজকের আর্টিকেলে বিভিন্ন ধরনের পোকামাক দমন করার ঔষধ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

সূচিপত্রঃ আমের পোকা দমনের ঔষধ

আমের পোকা দমনের ঔষধ

আমের পোকা দমনের ঔষধ, আমের মুকুল আসার সাথে সাথেই আমের পোকা দমন প্রক্রিয়া শুরু করা উচিত। কারণ আম যখন বড় হয়ে যাবে তখন এই পোকা দমন করা সম্ভব নয়। এছাড়াও নিয়মিত গাছের ডালপালা ছাটাই করে পরিষ্কার করে নিতে হবে যাতে করে গাছের মধ্যে আলো বাতাস প্রবেশ করতে পারে। 

কারণ এই পোকা ছায়াযুক্ত স্থানে বেশি আক্রমণ করে। তাই বিভিন্ন পোকা থেকে বাঁচার জন্য মুকুল আসার সাথে সাথে বিভিন্ন ছত্রাক নাশক ঔষধ দিয়ে পুরো গাছ স্প্রে করে নিতে হবে। এছাড়া আম যখন মোটর দানার মত হবে তখন জেনেটিকা কীটনাশক ১০ লিটার পানিতে মিশিয়ে ১০ দিন পর পর দুই থেকে তিনবার স্প্রে করে নিতে হবে।

এছাড়াও সালফার জাতীয় ছত্রাক নাশক ব্যবহার করতে পারেন যেমন থিওভিট ৪০ গ্রাম ১০ লিটার পানিতে মিশিয়ে দশ দিন পর পর দুই থেকে তিনবার আম গাছে স্প্রে করতে হবে।

আম গাছের ছত্রাক নাশক ঔষধ

আম গাছের ছত্রাক নাশক ঔষধ, বাজারে বিভিন্ন ধরনের আম গাছের ছত্রাক নাশক ঔষধ পাওয়া যায়। তাই আজকে আপনাদের জানাবো আম গাছের ছত্রাক নাশক হিসেবে ব্যবহৃত কিছু জনপ্রিয় ঔষধের নাম যা নিচে ধারাবাহিকভাবে বর্ণনা করা হলো।

থিওফেনেট মিথাইলঃ এই ঔষধটি ব্যাপক জনপ্রিয় এই ছত্রাক নাশক ঔষধ বিভিন্ন ছত্রাক রোগ দমন করতে সাহায্য করে।

প্রোপিকোনাজোলঃ এটি একটি প্রতিরোধমূলক ছত্রাকনাশক যা ছত্রাকের আক্রমণ খুব দ্রুত রোধ করে।
কার্বেন্ডাজিমঃ কার্বেন্ডাজিম একটি সিস্টেমিক ছত্রাক নাশক যা আম গাছের ভেতরে প্রবেশ করে ছত্রাকের বৃদ্ধি রোধ করতে সাহায্য করে।

ম্যানকোজেবঃ এই ছত্রাকনাশক ঔষধ ব্যাপক ব্যবহৃত হয় কারণ এই ঔষধ ব্যবহারের ফলে আম গাছের পাতা এবং ফলকে শত্রাকের আক্রমণ থেকে খুব সহজে রক্ষা করে।

হেক্সাকোনাজোলঃ এই ওষুধটি বিভিন্ন ধরনের ছত্রাক নাশক রোগ দমন করতে কার্যকারী ভূমিকা পালন করে।

আমের ফল ছিদ্রকারী পোকা দমন

আমের ফল ছিদ্রকারী পোকা দমন, আমের ফল ছিদ্রকারী পোকা নিঃস্ব করে দিতে পারে একটি বাগানকে। কারণ এই পোকা যে বাগানে আক্রমণ করবে সেই বাগান অল্প কিছুদিনের মধ্যে পথে বসতে পারে। কিন্তু আপনার বাগানে যদি এই ছিদ্রকারী পোকা নতুন অবস্থায় আক্রমণ করে থাকে তাহলে সাথে সাথে পদক্ষেপ গ্রহণ করুন। 

এবং কোন ধরনের ঔষধ ব্যবহার করার আগে যে আম গুলো ছিদ্রকারী পোকা আক্রমণ করেছে সেই আমগুলো ছিড়ে ফেলে দিন। এরপর বিভিন্ন ধরনের ঔষধ ব্যবহার করে স্প্রে করতে হবে। তাহলে চলুন দেখা যাক কি কি ঔষধের মাধ্যমে এই ছিদ্রকারী পোকা দমন করা যায়।
Permasect: 1ml প্রতি লিটার পানিতে মিশিয়ে আম গাছে স্প্রে করতে হবে।
Chlorpyrifos: প্রতি লিটার পানিতে ২.৫ ml.
Derin: 5 ml প্রতি লিটার পানিতে মিশিয়ে করতে হবে।
Acephate: প্রতি লিটার পানিতে ১ ml.
Brigata: ১৫ লিটার পানিতে ৮-১০ ml দিতে হবে।
Tetraniliprole 18.18% SC: ৫ml প্রতি লিটার পানিতে।
propanisib: প্রতি লিটার পানিতে ০.৫ ml.
Emamectin Benzoate: ১৫ লিটার পানির জন্য ৮ ml.
Antracol: ২ ml পেতি লিটার পানিতে।

এখান থেকে যেকোনো একটি ঔষধ ব্যবহার করে আমের ফল ছিদ্রকারী পোকা দমন করতে পারেন খুব সহজে।

আমের মাছি পোকা দমন

আমের মাছি পোকা দমন, আমের মাছি পোকা দমন করার জন্য সহজ একটি উপায় হল প্রথমে আপনাকে আমগুলো পাকার আগেই পেড়ে নিতে হবে। এরপর যে আমগুলো আক্রান্ত হয়েছে সেই আমগুলো মাটির নিচে গর্ত করে পুতে ফেলতে হবে।এরপর বিষটোপ তৈরি করতে হবে 

এর জন্য ১০০ গ্রাম পাকা আমের রসের সাথে পাঁচগ্রাম সেভিন মিশিয়ে বিষটোপ তৈরি করে বাগানে রেখে মাছি পোকা দমন করতে পারেন। আবার ফেনিট্রথিয়ন গ্রুপের কীটনাশক সুমিথিয়ন ২.৪ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে বিকেলে স্প্রে করতে হবে। এছাড়াও টাফগার ২ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন। 
আবার ডায়াজিনন ৫০ ইসি ২ গ্রাম প্রতি লিটার, ডিপটেরেক্স ৪ চা চামচ ৮ লিটার পানিতে সুন্দর করে মিশিয়ে ৭ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে। এরপর আম পাকার সময় হয়ে গেলে ৫ গ্রাম ব্লিচিং পাউডার প্রতি লিটার পানিতে মিশিয়ে পুরো আম গাছে স্প্রে করতে হবে। যদি এই নিয়মগুলো ফলো করতে পারেন তাহলে খুব সহজেই আমের মাছি পোকা দমন করতে পারবেন।

আমের ভোমরা পোকা

আমের ভোমরা পোকা, আমের বিতরে যে ভোমরা পোকা দেখা যায় সেই পোকা দেখতে কিছুটা ডিম্বাকৃতি হয় এবং মাথা কিছুটা লম্বা হয়। এই ভোমরা পোকা পাকা আম কাচা আম সব আমের বিতরে প্রবেশ করতে পারে। এমনকি আম গাছে যখন আম থাকে না তখনও এই ভোমরা পোকা দেখা যায় আম গাছের পাতায় পাতায়। 

এই ভোমরা পোকা খুব দ্রুত বিস্তার লাভ করে এবং অল্প দিনে আম গাছের সব আম নষ্ট করা শুরু করে। এখন প্রশ্ন হল যাদের আম গাছের বাগান রয়েছে তারা কি করতে পারে এই ভোমরা পোকা দমন করার জন্য। এই ভোমরা পোকা থেকে আপনার আম গাছ খুব সহজেই রক্ষা করতে পারেন। 
বিভিন্ন কীটনাশক ঔষধ দিয়ে আমের ভোমরা পোকা দমন করতে পারেন। ফলিথিয়ন ও সুমিথিয়ন এই দুইটি কীটনাশক খুব জনপ্রিয় আমাদের ভারত বাংলায়। এই দুটি ঔষধের যে কোনো একটি ০.৫ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে ১০-১২ দিন পর পর ২-৩ বার স্প্রে করুন। 

এরপর আম গাছে যখন আম আসা শুরু করবে তখন সবিক্রন ৪২৫ ইসি ২ গ্রাম ঔষধের সাথে ১ লিটার পানি মিশিয়ে পুরো গাছে স্প্রে করে দিবেন। যদি এই কাজ গুলো সম্পূর্ণ করতে পারেন তাহলে দেখবেন ভোমরা পোকা আম গাছের আশে পাশে থাকবে না।

আমের উকুন পোকা

আমের উকুন পোকা, উকুন পোকা দেখতে অনেকটাই মানুষের মাথার উকুনের মত এবং এই পোকাটি হলুদ এবং সবুজ রঙের হয়ে থাকে। এই উকুন পোকা খুব দ্রুত বংশবৃদ্ধি করে বিশাল ঝাঁক তৈরি করতে পারে। এই উকুন পোকা আমগাছে প্রবেশ করলে আমগাছ অল্প দিনে মারা যেতে শুরু করে। কিন্তু আপনি যদি খুব দ্রুত কীটনাশক ব্যবহার করতে পারেন

তাহলে খুব সহজেই এই পোকা থেকে মুক্তি পেতে পারেন। তাহলে চলুন কিছু জনপ্রিয় ওষুধ সম্পর্কে জেনে নেওয়া যাক। Jemstar 0.5 ml. 1lt পানি, Regent 1ml.1lt পানি, Delegate 1ml. 1লিটার পানি। এখান থেকে যেকোনো একটি ঔষধ নিয়ে পুরো আম গাছে স্প্রে করতে হবে। যদি এই কাজটি ১০-১২ দিন পর পর দুই থেকে তিনবার স্প্রে করতে পারেন 

তাহলে দেখবেন আম গাছের উকুন পোকা চিরতরের জন্য বিদায় হয়ে যাবে। এছাড়াও আদা রসুন ও লবঙ্গ পানিতে ভিজিয়ে রস বের করে সেই রস পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন এতেও দেখবেন আম গাছের উকুন পোকা মরতে শুরু করেছে।

লেখকের মন্তব্য

আপনি যদি আম গাছের কিংবা বিভিন্ন গাছের পোকামাকড় নিয়ে দুশ্চিন্তায় থাকেন তাহলে এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ে নিতে পারেন। কারণ আম গাছের পোকা দমনের সকল ঔষধ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এই আর্টিকেলে। আমাদের বসতবাড়িতে কম বেশি সবারই আম গাছ রয়েছে। 

তাই আপনি যদি আম খেতে পছন্দ করেন তাহলে আম গাছের সঠিক পরিচর্যা সম্পর্কে জেনে নিন।যাতে করে পরবর্তী ফলনে আপনার আম গাছে সবচেয়ে বেশি আম আসে। আপনি যদি এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নিতে পারেন তাহলে অবশ্যই আপনার আম গাছে ফলন বৃদ্ধি পাবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মারিয়া অনলাইন ব্লকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url