ক্যাপাসিটর এর কাজ কি - ফ্যানের ক্যাপাসিটর এর কাজ কি
ক্যাপাসিটর এর কাজ কি আপনি যদি না জেনে থাকেন তাহলে আজকের আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নিতে পারেন কারণ আজকের আর্টিকেলে ক্যাপাসিটর বিষয়ে বিভিন্ন পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। তাই আপনি যদি একটি আর্টিকেলের মাধ্যমে ক্যাপাসিটরের পুরো বিষয়বস্তু সম্পর্কে জানতে চান তাহলে আজকে আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
ক্যাপাসিটর এর কাজ কি |
ক্যাপাসিটর হলো একটি ইলেকট্রনিক যন্ত্রাংশ যা বিদ্যুৎ ধারণ করতে পারে। ক্যাপাসিটর দুটি পরিবাহী প্লেট দিয়ে তৈরি যা একটি অপরিবাহী পদার্থ দ্বারা পৃথক থাকে। ক্যাপাসিটর মোটর এবং বিভিন্ন ফ্যানে ব্যবহার করতে পারি এছাড়া বর্তমানে বিভিন্ন বৈদ্যুতিক কাজে ব্যাপক ব্যবহার করা হচ্ছে।
সূচিপত্রঃ ক্যাপাসিটর এর কাজ কি
ক্যাপাসিটর এর কাজ কি
ক্যাপাসিটর এর কাজ কি, ক্যাপাসিটর একটি বৈদ্যুতিক শক্তি যা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়।ক্যাপাসিটর কে বাংলায় বলা হয় ধারক। ক্যাপাসিটর বৈদ্যুতিক সার্কিটকে শক্তিশালী করতে সাহায্য করে। ক্যাপাসিটরের মূল কাজ হল সাময়িকভাবে কারেন্ট সংরক্ষণ করা এবং ফিল্টারিং করা. এছাড়াও বৈদ্যুতিক সার্কিট রানিং করার ক্ষেত্রেও ক্যাপাসিটর ব্যবহার করা হয়।
কিন্তু ক্যাপাসিটর ডিসি বিদ্যুৎ ধারণ করতে পারে না শুধুমাত্র এসি বিদ্যুৎ ধারণ করতে পারে। নিচে বেশ কয়েকটি ক্যাপাসিটরের কাজ সম্পর্কে তুলে ধরা হলো।
- ক্যাপাসিটর কে দুটি ধাতব প্লেট দিয়ে তৈরি করা হয় যা একটি অন্তরক দ্বারা পৃথক থাকে। যখন ক্যাপাসিটর এর প্লেট গুলিতে বিদ্যুৎ প্রয়োগ করা হয় তখন প্লেটগুলোতে বিপরীত মেরুর আদান জমা হয়। প্লেটের মধ্যে বিদ্যুৎ ক্ষেত্র তৈরি হয় যা বিদ্যুৎ ধারণ করতে সাহায্য করে।
- ক্যাপাসিটর এসি সার্কিটে এসি তরঙ্গের নির্দিষ্ট ফ্রিকুয়েন্সি ব্লক করে এবং ডিসি তরঙ্গকে প্রবাহিত করে।
- ক্যাপাসিটর বিদ্যুৎ সরবরাহে তরঙ্গের তীব্রতা নিয়ন্ত্রণ করে এবং বিদ্যুৎ সরবরাহে স্থিতিশীলতা ফিরিয়ে আনে।
- ক্যাপাসিটর সিঙ্গেল ফেজ মোটর স্টার্ট করার জন্য প্রয়োজনীয় প্রাথমিক টর্ক তৈরি করতে সাহায্য করে।
- ক্যাপাসিটর RC টাইমিং সার্কিট তৈরি করতে ব্যবহার করা হয় এবং ইলেকট্রনিক ডিভাইসে বিভিন্ন সময় ভিত্তিক কাজ সম্পন্ন করা হয়।
- ক্যাপাসিটর রেডিও, টেলিভিশন এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে টিউনিং সার্কিট তৈরি করতে ব্যবহার করা হয়।
- ক্যাপাসিটর বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ফিল্টার তৈরিতে প্রচুর ব্যবহার করা হয়।
- ক্যাপাসিটর লেজার, ক্যামেরা ফ্ল্যাশ এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে শক্তি সঞ্চয় করার জন্য ব্যবহার করা হয়।
- ক্যাপাসিটর সুইস এবং রিলেতে স্পার্কিং মুক্তি দিতে সাহায্য করে।
- ভোল্টেজ নিয়ন্ত্রণ করার জন্য ক্যাপাসিটর ব্যবহার করা হয়।
বাজারে আপনি বিভিন্ন ধরনের ক্যাপাসিটর পেয়ে যাবেন। আপনার কাজের উপর ভিত্তি করে ক্যাপাসিটর ব্যবহার করতে পারেন। আপনার কত ভোল্টেজের ক্যাপাসিটর প্রয়োজন হবে তার উপর ভিত্তি করে ক্যাপাসিটর ব্যবহার করতে পারেন।
ফ্যানের ক্যাপাসিটর এর কাজ কি
ফ্যানের ক্যাপাসিটর এর কাজ কি, আপনি যদি লক্ষ করেন তাহলে বুঝতে পারবেন ক্যাপাসিটর অনেকটাই ব্যাটারির মতো দেখতে। এই ক্যাপাসিটর চার্জ সঞ্চয় করতে সাহায্য করে তবে খুব কম সময়ের জন্য। ব্যাটারিতে যেমন অনেক সময় চার্জ থেকে যায় কিন্তু ক্যাপাসিটর সাথে সাথে চার্জ ছেড়ে দেয়। এক কথায় বলতে গেলে বলা যায়
আরো পড়ুনঃ ফ্রিজের পাওয়ার কত রাখব
ক্যাপাসিটর একবার চার্জ হয় আবার সাথে সাথেই চার্জ ছেড়ে দেয় এর ফলে এখানে একটা বল শক্তি তৈরি হয় যার ফলে ফ্যান চলতে থাকে। আমাদের ফ্যান অনেক সময় চলতে চলতে গতিসীমা অনেকটাই কমে যায় এর মূল কারণ হলো ক্যাপাসিটর। আপনি যদি সেই ফ্যানের ক্যাপাসিটর চেঞ্জ করে দিতে পারেন তাহলে দেখবেন গতিসীমা অনেক বেড়ে যাবে,
আরো পড়ুনঃ ফ্রিজ থেকে পানি পড়ার কারণ
তার সাথে ফ্যান পাগলের মত ঘুরতে শুরু করবে। তার মানে ফ্যানের ক্যাপাসিটর এর কাজ হল ফ্যানের গতিশক্তিকে ধরে রাখা। আশা করি বুঝতে পেরেছেন ফ্যানের ক্যাপাসিটর এর কাজ কি।
ক্যাপাসিটর এর একক কি
ক্যাপাসিটর এর একক কি, ক্যাপাসিটরের একক হল ফ্যারাড (F)। একটি ক্যাপাসিটরের ধারকত্ব 1 ফ্যারাড হলে, এটি 1 ভোল্ট বিদ্যুৎ প্রয়োগে 1 কুলম্ব আধান ধারণ করতে পারে।ফ্যারাড একটি বড় একক হওয়ায়, ক্যাপাসিটরের মান প্রায়শই মাইক্রোফ্যারাড (μF), পিকোফ্যারাড (pF), ন্যানোফ্যারাড (nF) ইত্যাদি ছোট এককে প্রকাশ করা হয়।
সিলিং ফ্যানের ক্যাপাসিটর লাগানোর নিয়ম
সিলিং ফ্যানের ক্যাপাসিটর লাগানোর নিয়ম, সিলিং ফ্যান ঘুরতে ঘুরতে অনেক সময় দেখা যায় গতিবেগ আগের থেকে অনেক অংশে কমে যায়। সিলিং ফ্যানের গতিবেগ পুনরায় ফিরিয়ে আনতে অনেকে বলেন ক্যাপাসিটর চেঞ্জ করতে হবে তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা অনেকেই সিলিং ফ্যানের ক্যাপাসিটর লাগানোর সঠিক নিয়ম সম্পর্কে জানি না।
আরো পড়ুনঃ ফ্রিজের কম্প্রেসার দাম কত
আমরা আপনাদের বলছি সিলিং ফ্যানের ক্যাপাসিটর লাগানো তেমন কোন কঠিন কাজ নয়। আপনার ফ্যানের যখন গতিবেগ কমে আসবে তখন ফ্যানের গতিবেগ বাড়ানোর জন্য আগে যেভাবে ক্যাপাসিটর লাগানো ছিল ঠিক সেই নিয়ম ফলো করে খুব সহজেই সিলিং ফ্যানের ক্যাপাসিটর লাগাতে পারেন। আর যদি কোয়েলের তার এলোমেলো করে থাকেন
আরো পড়ুনঃ ফ্রিজের গ্যাসের দাম কত
সেক্ষেত্রে অবশ্যই একজন ইলেকট্রিশিয়ানের কাছে গিয়ে লাগিয়ে নিতে পারেন। কারণ আপনি যদি সিলিং ফ্যানের কোয়েলের তার এলোমেলো করে থাকেন তাহলে সেই কয়েলের তার মেপে তারপর লাগাতে হবে। তাই যদি বুঝতে না পারেন তাহলে ইলেকট্রিশিয়ানের কাছে যেতে পারেন।
ফ্যানের ক্যাপাসিটর এর দাম
ফ্যানের ক্যাপাসিটর এর দাম, আমরা যারা ফ্যানের ক্যাপাসিটর এর সঠিক দাম সম্পর্কে জানিনা তাদের জন্য আজকের পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। একটি ক্যাপাসিটর এর দাম কত হবে এটি নির্ভর করছে আপনি কোন ব্যান্ডের ক্যাপাসিটর নিতে চাচ্ছেন। এছাড়াও এক এক ভোল্টের ক্যাপাসিটর এর দাম এক এক রকম হয়ে থাকে।
আরো পড়ুনঃ হার্ডডিস্কের ধারণ ক্ষমতা কত
তাই আপনি কত ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করবেন তার উপর নির্ভর করছে তার দাম কত হবে।বাজারে বিভিন্ন ধরনের ফ্যানের ক্যাপাসিটর পাওয়া যায় যার দাম সাধারণত ৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত হতে পারে। কিন্তু আমাদের বসতবাড়িতে যে সমস্ত ক্যাপাসিটর গুলো দেখা যায় সেগুলোর দাম সাধারণত ৫০ থেকে ৭০ টাকার মধ্যে হয়ে থাকে।
ক্যাপাসিটর কত প্রকার ও কি কি
ক্যাপাসিটর কত প্রকার ও কি কি, উপরে আমরা আলোচনা করেছি ক্যাপাসিটর এর কাজ কি, ফ্যানের ক্যাপাসিটর এর কাজ কি, ক্যাপাসিটর এর একক কি, ফ্যানের ক্যাপাসিটর এর দাম কত, সিলিং ফ্যানের ক্যাপাসিটর লাগানোর নিয়ম। এখন আমরা জানবো ক্যাপাসিটর কত প্রকার ও কি কি? ক্যাপাসিটর সাধারণত তিন প্রকার যথাঃ ১।পোলারইড ক্যাপাসিটর,.২।নন-পোলার ক্যাপাসিটর, ৩।ভেরিয়েবল ক্যাপাসিটর।
শেষ কথা
যাদের ক্যাপাসিটর সম্পর্কে কোন ধরনের ধারণা নেই তারা আজকের আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন। কারণ আজকের আর্টিকেলে ক্যাপাসিটর এর যত প্রশ্ন রয়েছে সকল প্রশ্ন একত্রিত করে পুরো আর্টিকেলে সুন্দর করে তুলে ধরা হয়েছে। তাই আপনি যদি ক্যাপাসিটর সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।
আরো পড়ুনঃ বায়োমেট্রিক্স কাকে বলে
আর আপনি যদি ইতিমধ্যে পুরো আর্টিকেলটি পড়ে থাকেন তাহলে ক্যাপাসিটর এর কাজ কি এছাড়াও বিভিন্ন পয়েন্টের উপরে বিস্তারিত ধারণা লাভ করেছেন। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি কথা হবে অন্য কোন টপিকে সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
মারিয়া অনলাইন ব্লকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url