সুইং কোয়ালিটি কাজ কি - সুইং কোয়ালিটি প্রশ্ন

আপনারা যারা গার্মেন্টসে চাকরি করার জন্য আগ্রহী তাদের জন্য এই পুরো আর্টিকেলটি অনেক প্রয়োজনে আসতে পারে। কারণ আমাদের এই আর্টিকেলটি সুইং কোয়ালিটি কাজ কি এবং সুইং কোয়ালিটির প্রশ্ন সহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। তাই আপনি যদি গার্মেন্টসে চাকরি করার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে এই পোস্টটা আপনার জন্য।
সুইং কোয়ালিটি কাজ কি

চলুন এক নজরে দেখে নেওয়া যাক কি কি রয়েছে। লাইন কোয়ালিটি কাজ কি, টেবিল কোয়ালিটির কাজ কি, গার্মেন্টস কোয়ালিটি কাজ কি, গার্মেন্টস কোয়ালিটি বেতন কত, ফিনিশিং কোয়ালিটি কাজ কি, ফিনিশিং কোয়ালিটি সুপারভাইজার এর কাজ কি। তাহলে চলুন একটু সময় ব্যয় করে পুরো আর্টিকেলটি পড়ে ফেলি এবং সঠিক জ্ঞান অর্জন করি।

সূচীপত্রঃ সুইং কোয়ালিটি কাজ কি

সুইং কোয়ালিটি কাজ কি

সুইং কোয়ালিটি কাজ কি, গার্মেন্টসে কয়েক ধরনের শাখা রয়েছে এই শাখার মধ্যে রয়েছে সুইং। আমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন আসে যে সুইং কোয়ালিটির কাজ কি। সুইং কোয়ালিটি সাধারণত পোশাকের গুণগত মান ঠিক আছে কিনা তা সঠিকভাবে চেক করা। এবং যেসব শ্রমিকেরা পোশাক তৈরি করে তাদের কাজের গুণগত মান কেমন হচ্ছে সেদিকে খেয়াল রাখা। 
সুইং কোয়ালিটি কাজ কি
সুইং কোয়ালিটি কাজ কি

আবার আপনাকে দেখতে হবে যে কোনো টেবিলে নতুন শ্রমিক কাজ করছে কিনা। যদি কাজ করে থাকে তাহলে তার কাজ সঠিকভাবে পরীক্ষা করে নেওয়া। এরপর সবকিছু ঠিকঠাক থাকলে সমস্ত পোশাক বা মালামাল সুন্দর করে চেক দিয়ে বায়ারের উপযুক্ত করা। এবং চেকের সময় কোন ধরনের ভুলত্রুটি থাকলে তা সমাধান করা। 

এরপর যখন পোশাকগুলো ব্যবহারের উপযুক্ত হবে তখন পোশাকগুলো বায়ারের কাছে সেল দেওয়া আশা করি বুঝতে পেরেছেন সুইং কুয়ালিটি কাজ কি।

সুইং কোয়ালিটি প্রশ্ন

সুইং কোয়ালিটি প্রশ্ন, সুইং কোয়ালিটি চাকরি নিতে গিয়ে যে সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে হয় সেই প্রশ্নগুলো নিচে ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করব। যা দেখে খুব সহজেই বুঝতে পারবেন যে সুইং কোয়ালিটির প্রশ্ন কি কি করে থাকে তাহলে চলুন দেখে নেয়া যাক।
১/ গার্মেন্টস অর্থ কি?
উঃ পোশাক
২/ কোয়ালিটি শব্দের অর্থ কি?
উঃ কোয়ালিটি শব্দের অর্থ হল গুণগতমান।
৩/ কোয়ালিটি ইন্সপেক্টর কি?
উঃ কোয়ালিটি ইন্সপেক্টর মানে হলো পরিদর্শক।
৪/ জিপিএ এর ফুল মিনিং কি?
উঃ Great point average.
৫/ এসএসসি এবং এইচএসসি এর ফুল মিনিং কি?
উঃ Secondary school certificate, Higher secondary school certificate.
৬/ সেলাই কি?
উঃ দুটি ভিন্ন কাপড় একসঙ্গে জোড়া দেওয়াকে সেলাই বলে।
৭/ এক ইঞ্চিতে কত সিএম?
উঃ আমরা জানি এক ইঞ্চিতে ২.৫৪ সিএম।
৮/ এক ইঞ্চিতে কত সুতা?
উঃ আমরা জানি ১ ইঞ্চিতে ৮ সুতা।
৯/ AQL এর পূর্ণরূপ কি?
উঃ আমরা জানি, AQL এর পূর্ণরূপ হলো Acceptable Quality Labe.
১০/ CB এর পূর্ণ অর্থ কি?
উঃ CB মানে হলো Centre Back.
১১/ HPS এর পূর্ণরূপ কি?
উঃ High Point Shoulder.
১২/ GTM এর পূর্ণরূপ বা অর্থ কি?
উঃ Garments Total Management.
১৩/ LPS এর পূর্ণরূপ কি?
উঃ Low Point shoulder.
১৪/ DTM এর Full Meaning কি? 
উঃ Dying to Match
১৫/ ওপেন স্টিচ কি?
উঃ সেলাইয়ের সময় খেয়াল করলে দেখা যায় ঠিক মত সেলাই হচ্ছে না কিংবা কোনো প্রকার সেলাই হচ্ছে না এই সমস্যাকে বলা হয় ওপেন স্টিচ।
১৬/ ব্রকেন স্টিচ কি?
উঃ সেলাইয়ের সময় যদি একটা স্টিচ কেটে যায় তাহলে তাকে ব্রকেন স্টিচ বলে।
১৭/ UPC এর পূর্ণরূপ কি?
উঃ Universal product code.
১৮/ SKU এর পূর্ণরূপ কি?
উঃ Stock keeping unit.
১৯/ ১ সি এম এ কত ইঞ্চি?
উঃ ১ ইঞ্চির ৮ ভাগের ৩ ভাগ।
২০/ এসপিআই (SPI) কি?
উঃ Stitch Per Inch

লাইন কোয়ালিটি কাজ কি

লাইন কোয়ালিটি কাজ কি, আমরা অনেকেই গার্মেন্টসে লাইন কোয়ালিটির কাজ করতে চাই কিন্তু আমরা অনেকেই জানিনা যে লাইন কোয়ালিটির কাজ কি। অতি সহজ ভাষায় বলতে গেলে বলা যায় লাইন কোয়ালিটির কাজ হল লাইনের যেসব মালামাল কিংবা পোশাক তৈরি হয় সেগুলো সুন্দর করে চেক করে নেওয়া। এছাড়াও আপনার লাইনে যে সমস্ত পণ্য উৎপাদিত হচ্ছে সেই সমস্ত 
লাইন কোয়ালিটি কাজ কি
লাইন কোয়ালিটি কাজ কি

পণ্যের গুণগত মান ঠিক হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখা। আবার অনেক সময় এমন হবে যে আপনার লাইনে নতুন কোন স্টাইল প্রোডাক্ট যোগ করা হচ্ছে তখন আপনাকে যেটি করতে হবে, সেটি হল আপনার লাইনের অপারেটরের কাজের দিকে বিশেষভাবে নজর দিতে হবে। দেখতে হবে যে, স্যাম্পল অনুযায়ী কাজ ঠিকঠাক হচ্ছে কিনা সাধারণত এই সমস্ত কাজ লাইন কোয়ালিটি করে থাকে।

টেবিল কোয়ালিটির কাজ কি

টেবিল কোয়ালিটির কাজ কি, গার্মেন্টস এর টেবিল কোয়ালিটির কাজ হল টেবিলে বসে কিংবা দাঁড়িয়ে কাজ করা। ধরুন আপনার লাইনে ২০ জন শ্রমিক রয়েছে সেই ২০ জন শ্রমিকের উপর বিশেষভাবে নজর রাখা এবং তাদের পোশাক কিংবা মালামাল গুলো টেবিলে নিয়ে চেক করা। এছাড়াও আপনাকে দেখতে হবে যে আপনার লাইনে সব শ্রমিকরা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। 

আপনার যদি মনে হয় যে একজন শ্রমিক ঠিকমতো কাজ করতে পারছে না তাহলে তাকে সাহায্য সহযোগিতা করা। আপনার যদি এই সমস্ত যোগ্যতা গুলো থেকে থাকে তাহলে আপনিও টেবিল কোয়ালিটির কাজের উপর চাকরি করতে পারেন।

গার্মেন্টস কোয়ালিটি কাজ কি

গার্মেন্টস কোয়ালিটি কাজ কি, গার্মেন্টস কোয়ালিটির মূল কাজ হল পণ্যের গুণগত মান চেক করা।এছাড়াও আরো অনেক ধরনের কাজ রয়েছে যেগুলো গার্মেন্টস কোয়ালিটি করে থাকে যেমন পোশাকের গুণগত মান, শ্রমিকের প্রশিক্ষণ দেওয়া যাতে পোশাকের গুণগত মান উন্নত হয়। এছাড়াও আপনাকে প্রত্যেকটা শ্রমিকের উপর নজর রাখতে হবে।

গার্মেন্টস কোয়ালিটি বেতন কত

গার্মেন্টস কোয়ালিটি বেতন কত, ২০২৩ সালে গার্মেন্টস কোয়ালিটির বেতন ছিল ৯৩৫০ টাকা কিন্তু বর্তমানে 2024 সালে গার্মেন্টস কোয়ালিটির বেতন গিয়ে দাঁড়িয়েছে ১২৬০০ টাকা। এছাড়াও আপনি যদি পুরো এক মাস কাজ করতে পারেন তাহলে এর সাথে হাজিরা বোনাস পাবেন ৫০০ থেকে ১০০০ টাকা। আবার আপনি যদি ওভারটাইম করেন তাহলে প্রতি ঘন্টার জন্য পাবেন ৭০ থেকে ৮০ টাকা। 

গার্মেন্টস কোয়ালিটির বেতন বিভিন্ন বিষয়ের উপর পরিবর্তিত হতে পারে কারণ আপনি যখন একটা গার্মেন্টস থেকে অন্য একটা গার্মেন্টসে চাকরি নিবেন কাজ করা অবস্থায় তখন এই গার্মেন্টস থেকে ওই গার্মেন্টসে অনেক অংশে বেতন বেশি ধরা হবে। এছাড়াও আপনার কাজের অভিজ্ঞতার উপরে বেতন কম বেশি হতে পারে। 

কিন্তু আপনি যদি একদম নতুন অবস্থায় গার্মেন্টস কোয়ালিটির চাকরি নিতে চান তাহলে প্রথম মাসের বেতন হবে ১২৬০০ টাকা এবং এর সাথে হাজিরা বোনাস প্লাস ওভারটাইম পাবেন। গার্মেন্টস কোয়ালিটির চাকরি নেওয়ার জন্য এসএসসি কিংবা এইচএসসি সার্টিফিকেট লাগতে পারে।

ফিনিশিং কোয়ালিটি কাজ কি

ফিনিশিং কোয়ালিটি কাজ কি, গার্মেন্ট সেক্টরের ভেতরে অনেক ধরনের কোয়ালিটি রয়েছে এর মধ্যে রয়েছে ফিনিশিং কোয়ালিটি। আমরা অনেকেই ফিনিশিং কোয়ালিটির কাজ সম্পর্কে জানিনা। আজকে আমি আপনাদের জানাবো যে ফিনিশিং কোয়ালিটি কি কি কাজ করে থাকে। ফিনিশিং কোয়ালিটি সাধারণ কাজ হল পোশাকের বিভিন্ন সুতার দিকে নজর দেওয়া। 

যেমন একটা পোশাকের সুতা কম বেশি হয়েছে কিনা সেগুলো চেক করা। এছাড়াও সেলাইগুলো ঠিকঠাক মতো পড়ছে কিনা সেদিকে নজর দেওয়া। এরপর কাজের কোয়ালিটি কেমন হয়েছে সেগুলো ভালো করে যাচাই-বাছাই করে নেওয়া। এরপর সঠিকভাবে চেক করা হয়ে গেলে বায়ারের নিকট প্রেরণ করা।

ফিনিশিং কোয়ালিটি সুপারভাইজার এর কাজ কি

ফিনিশিং কোয়ালিটি সুপারভাইজার এর কাজ কি, ফিনিশিং কোয়ালিটি সুপারভাইজার এর কাজ হল গার্মেন্টসের অপারেটরের কাজের গুনগত মান চেক করা। এছাড়াও একজন ফিনিশিং কোয়ালিটি সুপারভাইজার এর অনেক ধরনের দায়িত্ব ও কর্তব্য রয়েছে যা যথাযথভাবে পালন করতে হয়। সাধারণত ফিনিশিং কোয়ালিটির সুপারভাইজার যে কাজগুলো করে থাকে সেগুলি হল।
  • ফিনিশিং এরিয়াতে ঠিকঠাক মতো কাজ হচ্ছে কিনা সেদিকে নজর দেওয়া।
  • আয়রনের কোয়ালিটি চেক করা।
  • রিজেক্ট বা অলটার আছে কিনা সেগুলি চেক করা।
  • কার্টুনের কোয়ালিটি চেক করা।
  • প্যাকিং করার পূর্বে লেবেল হ্যান্ড ট্যাগ ফোল্ডিং ইত্যাদি আছে কিনা তা নিশ্চিত করা।
  • প্রত্যেকটা শ্রমিকের উপর দায়িত্ব ও কর্তব্য অক্ষুণ্য রাখা।
  • বাইরের নির্দেশ অনুযায়ী কাজ করে সকল মালামাল রপ্তানি করার উপযুক্ত হয়েছে কিনা তা নিশ্চিত করা এবং রপ্তানির জন্য প্রস্তুত করা।
  • ফিনিশিং কোয়ালিটির সুপারভাইজার এর দায়িত্ব এবং কর্তব্য এবং নিয়মকানুন ভালোভাবে মেনে চলা এবং শ্রমিকদের সাথে ভালো ব্যবহার করা।
  • এছাড়াও আপনার লাইনের সকল অপারেটরের দিকে সঠিকভাবে নজর রাখা যাতে করে প্রোডাক্ট এর মান কিংবা কোয়ালিটি ভালো হয়।

সুইং কোয়ালিটি কাজ কি শেষ কথা

আজকের আর্টিকেলে বলা হয়েছে গার্মেন্টসের কোয়ালিটি শাখার বিভিন্ন দিক নিয়ে যেমন সুইং কোয়ালিটি কাজ কি, সুইং কোয়ালিটি প্রশ্ন, লাইন কোয়ালিটি কাজ কি, টেবিল কোয়ালিটির কাজ কি, গার্মেন্টস কোয়ালিটি কাজ কি, গার্মেন্টস কোয়ালিটি বেতন কত, ফিনিশিং কোয়ালিটি কাজ কি, ফিনিশিং কোয়ালিটি সুপারভাইজার এর কাজ কি। 

আপনি যদি এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ে থাকেন তাহলে এই সকল প্রশ্নের উত্তর খুব সহজেই জানতে পেরেছেন। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মারিয়া অনলাইন ব্লকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url