ছাদের জন্য কোন সিমেন্ট ভালো - ভালো সিমেন্ট চেনার উপায়
আমাদের বাংলাদেশে কিংবা অন্য দেশের কথা বলেন সব দেশেই দালান কোঠা, ব্রিজ, রাস্তা ঘাট, দিন দিন বেড়েই চলছে আর এর সাথে ভালো মানের দালান কোঠা টেরি করতে প্রয়োজন হয় ভালো মানের সিমেন্ট যা আমাদের অনেকেরই জানা থাকে না। তাই আপনাদের কে সিমেন্ট সম্পর্কে বিভিন্ন তথ্য শেয়ার করব যা আপনাদের অনেক উপকারে আসবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই আর্টিকে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
ছাদের জন্য কোন সিমেন্ট ভালো, প্লাস্টারের জন্য কোন সিমেন্ট ভালো, ঢালাইয়ের জন্য কোন সিমেন্ট ভালো, বাংলাদেশের সেরা ১০ সিমেন্ট, কোন সিমেন্ট সবচেয়ে ভালো, ভালো সিমেন্ট চেনার উপায়। আপনি যদি এই সকল প্রশ্নের উওর এক সঙ্গে পেতে চান তাহলে পুরো পোস্টটি মনোযোগ দিয়ে পড়া শুরু করুন।
সুচিপত্রঃ ছাদের জন্য কোন সিমেন্ট ভালো
ছাদের জন্য কোন সিমেন্ট ভালো
ছাদের জন্য কোন সিমেন্ট ভালো, ছাদের জন্য সাধারণত ৪ ধরনের সিমেন্ট ব্যবহার করা হয় যেমন পিসিসি, ওপিসি, পিপিসি ও পিএসসি। আপনি এই চারটা সিমেন্ট এর যে কোনো একটি ব্যবহার করতে পারেন। কিন্তু বিভিন্ন গবেষণা করে জানা গিয়েছে এই চারটি সিমেন্টের মধ্যে সব চেয়ে ভালো হবে পিসিসি ও পিএসসি এই দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন।
কারন এই দুইটা সিমেন্টেই আবহাওয়া প্রতিরোধ করতে সাহায্য করে এবং ঘরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। আবার অনেক সিমেন্ট রয়েছে গুলো ছাদে ব্যবহার করলে কয়েক বছরের বিতরে ফাটল দেখা যায়। কিন্তু আপনি যদি পিসিসি ও পিএসসি যে কোনো একটা ব্যবহার করেন তাহলে ছাদে সহজে ফাটল আসবে না। আশা করি বুজতে পেরেছেন ছাদের জন্য কোন সিমেন্ট ভালো হবে।
প্লাস্টারের জন্য কোন সিমেন্ট ভালো
প্লাস্টারের জন্য কোন সিমেন্ট ভালো, আমরা উপরে জানতে পেরেছি ছাদে কোন সিমেন্ট ভালো হয় ছাদের জন্য ও প্লাস্টারের জন্য ভিন্ন সিমেন্ট ব্যবহার করা হয়। যেমন প্লাস্টারের জন্য তিনটি সিমেন্ট বেশি ব্যবহার করা হয়। সেটি হলো পোর্টল্যান্ড সিমেন্ট ওপিসি, পিসিসি হোলসিম ওয়াটার প্রটেক্ট এই তিনটার বিতর যে কোনো একটা ব্যবহার করতে পারেন।
সব চেয়ে ভালো হয় ওপিসি কারন ওপিসি সিমেন্ট মানের দিক দিয়ে সেরা এবং প্লাস্টার শক্তি শালি হয়ে থাকে পাশা পাশি প্লাস্টার সমান ও চকচকে হয়। তাই আপনি চাইলে প্লাস্টারের জন্য ওপিসি সিমেন্ট ব্যবহার করতে পারেন।
ঢালাইয়ের জন্য কোন সিমেন্ট ভালো
ঢালাইয়ের জন্য কোন সিমেন্ট ভালো, সচরাচর ঢালাইয়ের জন্য ব্যবহার করা হয় দুইটি সিমেন্ট পিপিসি ও ওপিসি এই দুইটা সিমেন্ট ঢালাইয়ের জন্য বেশি ব্যবহার করা হয়। আপনি এই দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারেন।
আবার ওপিসি সিমেন্ট দামে একটু সস্তা হয়ে থাকে। কিন্তু দেখা যায় পিপিসির চেয়ে ওপিসি এর তুলনায় কম তাপ উৎপন্ন করে তাই আপনার জন্য ওপিসি সিমেন্ট সব চেয়ে ভালো হবে।
বাংলাদেশের সেরা ১০ সিমেন্ট
বাংলাদেশের সেরা ১০ সিমেন্ট, আমাদের দেশে দিন দিন সিমেন্টের চাহিদা বেড়েই চলছে তাই আমাদের মনে প্রশ্ন আসে যে বাংলাদেশে সেরা সিমেন্ট কোন গুলো। তাই আপনাদের নিয়ে আসলার বাংলাদেশের সেরা ১০ টি সিমেন্ট সম্পর্কে তাহলে চলুন জেনে নেওয়া যাক।
ক্রাউন সিমেন্টঃ ক্রাউন সিমেন্ট বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত সিমেন্ট ব্র্যান্ডগুলির মধ্যে একটি। ক্রাউন সিমেন্ট OPC, PPC এবং PSC সিমেন্ট সহ বিভিন্ন ধরণের সিমেন্ট উৎপাদন করে।
হোলসিম সিমেন্টঃ হোলসিম সিমেন্ট আরেকটি জনপ্রিয় ব্র্যান্ড যা উচ্চ-মানের সিমেন্টের জন্য পরিচিত। এটি OPC, PPC এবং SRC সিমেন্ট সহ আরো অনেক ধরণের সিমেন্ট উৎপাদন করে থাকে।
ডায়মন্ড সিমেন্টঃ ডায়মন্ড সিমেন্ট একটি অগ্রণী সিমেন্ট কোম্পানি যা OPC, PPC এবং PSC সিমেন্ট নামে ব্যবহার করা হয়।
কনক্রিট জঙ্গল সিমেন্টঃ কনক্রিট জঙ্গল সিমেন্ট একটি জনপ্রিয় PPC সিমেন্ট ব্র্যান্ড। এটি উচ্চ-মানের PPC সিমেন্ট উৎপাদনের জন্য পরিচিত সবার কাছে।
ঈগল সিমেন্টঃ ঈগল সিমেন্ট আরেকটি জনপ্রিয় PPC সিমেন্ট ব্র্যান্ড। এটি উচ্চ-মানের PPC সিমেন্ট নামে বেশি পরিচিত আমাদের কাছে।
প্রিমিয়ার সিমেন্টঃ প্রিমিয়ার সিমেন্ট একটি অগ্রণী সিমেন্ট কোম্পানি যা OPC, PPC এবং PSC সিমেন্ট সহ আরো বেশ কিছু নামে সিমেন্ট টেরি করে থাকে।
লাফার্জ সিমেন্টঃ লাফার্জ সিমেন্ট একটি আন্তর্জাতিক সিমেন্ট কোম্পানি যা OPC, PPC এবং SRC সিমেন্ট সহ বিভিন্ন ক্যাটাগরির সিমেন্ট তেরি করতে দেখা যায়।
সেভেন রিংস সিমেন্টঃ সেভেন রিংস সিমেন্ট একটি জনপ্রিয় সিমেন্ট ব্র্যান্ড যা OPC, PPC এবং PSC সিমেন্ট সহ নানা ধরনের সিমেন্ট নামে দেখা যায়।
আকিজ সিমেন্টঃ আকিজ সিমেন্ট একটি অগ্রণী সিমেন্ট কোম্পানি এটি OPC, PPC এবং PSC সিমেন্ট সহ বিভিন্ন ধরণের সিমেন্ট উৎপাদন করে।
সুপারক্রিটঃ সুপারক্রিট একটি জনপ্রিয় সিমেন্ট ব্র্যান্ড এটি OPC, PPC এবং PSC সিমেন্ট সহ বিভিন্ন ধরণের সিমেন্ট উৎপাদন করতে দেখা যায়।
এছাড়াও বাংলাদেশের সেরা সিমেন্ট নামে রয়েছে ফ্রেশ সিমেন্ট, বসুন্ধরা সিমেন্ট, সেভেন রিং সিমেন্ট, শাহ সিমেন্ট, এই সমস্ত সিমেন্টের ব্যাপক নাম রয়েছে বাংলাদেশে যা সবাই সেরা সিমেন্ট নামেই চিনে থাকে।
কোন সিমেন্ট সবচেয়ে ভালো
কোন সিমেন্ট সবচেয়ে ভালো, আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের সিমেন্ট দেখা যায়। এখন প্রশ্ন আসে তাহলে সব থেকে ভালো সিমেন্ট কোনটা হবে এই প্রশ্নের সহজ উওর হলো আপনি সিমেন্ট কোন কাজে ব্যবহার করতে চাচ্চেন তার উপর নির্ভর করছে কোন সিমেন্টের মান কেমন। কারন একাক জায়গায় একাক সিমেন্ট ব্যবহার করতে হয় এবং তার মান নির্ধারন করা হয়।
আপনি যদি উপরে ফলো করেন তাহলে দেখতে পাবেন ছাদের জন্য কোন সিমেন্ট ভালো এবং প্লাস্টারের জন্য কোন সিমেন্ট ভালো সহ ঢালাইয়ের জন্য কোন সিমেন্ট ভালো বিস্তারিত জানতে পারবেন। আশা করি বুজতে পেরেছেন কোন সিমেন্ট সবচেয়ে ভালো হবে আপনার জন্য।
ভালো সিমেন্ট চেনার উপায়
ভালো সিমেন্ট চেনার উপায়, আমাদের বাংলাদেশের অনেক ব্যবসাহি রয়েছে যারা দুই নাম্বার সিমেন্টকে এক নাম্বার সিমেন্ট নামে চালিয়ে দিয়ে থাকে। তাই আপনি যদি আমাদের দেওয়া টিপস গুলো ফলো করেন তাহলে খুব সহজেই এক নাম্বার সিমেন্ট ধরতে পারবেন। সে জন্য নিচে দেওয়া তথ্য গুলো মনোযোগ দিয়ে পড়ে নিতে হবে। ভালো সিমেন্ট চেনার জন্য বেশ কিছু উপায় রয়েছে। যেমনঃ
হাত দিয়ে পরীক্ষাঃ এক মুঠো সিমেন্ট হাতে নিয়ে হাতের তালুতে একটি স্তুপ তৈরি করুন। যদি স্তুপটি অপরিবর্তিত থাকে (দৃঢ়তা), তাহলে বুজবেন এটি ভালো সিমেন্ট।
পানিতে পরীক্ষাঃ এক মুঠো সিমেন্ট পানিতে ফেলুন। ভালো সিমেন্ট দ্রুত ডুবে যাবে এবং পানিতে তেমন ভেসে থাকবে না এটি দেখে খুব সহজেই বুজতে পারবেন।
স্পর্শেঃ ভালো সিমেন্ট স্পর্শে মসৃণ এবং ঠান্ডা অনুভূত হয়ে থাকে।
বর্ণঃ ভালো সিমেন্টের রঙ পরিষ্কার ধূসর হবে এবং ব্যাগের সব অংশের সিমেন্টের রঙ একই রকম হবে।
মোটা বা পাতলাঃ ভালো সিমেন্টের দানা মসৃণ এবং একই আকারের হয়।
ব্যাগঃ ভালো সিমেন্টের ব্যাগ ভালোভাবে সেলাই করা থাকবে এবং ব্যাগের উপরে সঠিক তথ্য লেখা থাকবে।
আপনি এই সমস্ত বিষয় গুলো ফলো করে খুব সহজেই ভালো এক নাম্বার সিমেন্ট চিনতে পারবেন। এছাড়াও আরো বিভিন্ন উপায়ে ভালো সিমেন্ট নির্বাচন করা যায় কিন্তু আমরা আপনাদের যে বিষয় গুলো ফলো করতে বলেছি এই বিষয় সবাই ফলো করে। এবং এই সব নিয়ম মেনেই খুব সহজে ভালো সিমেন্ট চেনা যায় তাই আপনারা ট্রাই করতে পারেন।
ছাদের জন্য কোন সিমেন্ট ভালো শেষ কথা
আজকের আর্টিকেলটি সিমেন্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যদি পুরো আর্টিকেলটি মনোযোগের সাথে পড়ে থাকেন তাহলে ছাদের জন্য কোন সিমেন্ট ভালো, প্লাস্টারের জন্য কোন সিমেন্ট ভালো, ঢালাইয়ের জন্য কোন সিমেন্ট ভালো, বাংলাদেশের সেরা ১০ সিমেন্ট, কোন সিমেন্ট সবচেয়ে ভালো, ভালো সিমেন্ট চেনার উপায়
সহ বিস্তারিত সঠিক ধারণা পেয়েছেন। কারন আমাদের প্রত্যেকটা আর্টিকেল বিভিন্ন রিসার্চের মাধ্যমে পাবলিস্ট করা হয় যাতে করে আপনারা সঠিক তথ্য গ্যাদার করতে পারেন। তাই নিয়মিত সঠিক তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করতে পারেন। আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
মারিয়া অনলাইন ব্লকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url