কোন মুরগি কত দিনে ডিম দেয় - কোন মুরগী বেশি ডিম দেয়

কি খাওয়ালে মুরগির ওজন বাড়ে জানতে ক্লিক করুনআজকে আমরা আলোচনা করব কোন মুরগি কত দিনে ডিম দেয় এমন কি কোন মুরগি বছরে কয়টি ডিম দেয় এছাড়াও কোন মুরগি কত বছর পর্যন্ত ডিম দেয় এ সমস্ত বিষয় নিয়ে পুরো আর্টিকেলটি সুন্দর করে সাজানো হয়েছে। আপনি যদি জানতে চান যে কোন মুরগি কত দিনে ডিম পাড়ে তাহলে মনোযোগ দিয়ে আমাদের এই পুরো আর্টিকেলটি পড়ে ফেলুন।
কোন মুরগি কত দিনে ডিম দেয়
কোন মুরগি কত দিনে ডিম দেয়
এর আগে চলুন দেখি এই আর্টিকেলে কি কি রয়েছে যেমন ফাউমি মুরগি কত দিনে ডিম দেয়, লেয়ার মুরগি কত দিনে ডিম দেয়, সোনালী মুরগি কত দিনে ডিম দেয়, দেশি মুরগি কত দিনে ডিম দেয়, টাইগার মুরগি কত দিনে ডিম দেয়, তিতির মুরগি কত দিনে ডিম দেয়, কালার বার্ড মুরগি কত দিনে ডিম দেয়। আপনার মনে যদি এই সমস্ত প্রশ্ন ঘুরপাক খেয়ে থাকে তাহলে পুরো পোস্টটি পড়ে ফেলুন।

সূচীপত্রঃ ফাউমি মুরগি কত দিনে ডিম দেয়

ফাউমি মুরগি কত দিনে ডিম দেয়

ফাউমি মুরগি কত দিনে ডিম দেয়, ফাউমি মুরগি অন্যান্য মুরগির তুলনায় ডিম অনেক বেশি দিয়ে থাকে। আবার ফাউমি মুরগিকে অনেকেই ডিম পাড়ার রাজা বলে থাকে কারণ অন্যান্য মুরগির তুলনায় ফাউমি মুরগি ২-৩ গুণ বেশি ডিম দিয়ে থাকে। ফাউমি মুরগি সাধারণত ৪/৫ মাস থেকে ডিম পারা শুরু করে আবার অনেক সময় দেখা যায় কিছু কিছু ফাউমি মুরগি 
ডিম পাড়া শুরু করতে ছয় মাস লেগে যায়। ফাউমি মুরগির ডিম অন্যান্য ডিমের তুলনায় ছোট হয়ে থাকে কিন্তু ফাউমি মুরগির ডিম ছোট হলেও এর পুষ্টিগুণ অন্যান্য ডিমের তুলনায় অনেক বেশি হয়ে থাকে। ফাউমি মুরগি বছরে ২৫০ থেকে ৩০০ ডিম দিয়ে থাকে যা অন্যান্য মুরগির তুলনায় প্রায় অসম্ভব। তাই ফাউমি মুরগিকে লাভজনক ব্যবসা হিসেবে অনেকেই চিনে থাকে।

লেয়ার মুরগি কত দিনে ডিম দেয়

লেয়ার মুরগি কত দিনে ডিম দেয়, লেয়ার মুরগির ডিম আকারে একটু বড় হয়ে থাকে। লেয়ার মুরগি সাধারণত চার থেকে পাঁচ মাস বয়সে ডিম পাড়া শুরু করে। কিন্তু এই সময়ে ডিমের পরিমাণ খুবই কম দেখা যায়। সাত-আট মাস বয়সে লেয়ার মুরগি সর্বোচ্চ ডিম দিয়ে থাকে এই ডিম দেওয়ার ধারাবাহিকতা প্রায় দেড় থেকে দুই বছর হয়ে থাকে। 
এর মধ্যে দেখা যায় প্রায় 200 থেকে আড়াইশো ডিম দিয়ে থাকে এরপর লেয়ার মুরগির ডিমের পরিমাণ আস্তে আস্তে কমতে শুরু করে। আবার অনেক সময় দেখা যায় লেয়ার মুরগি দুই বছর থেকে আড়াই বছর পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে ডিম দিয়ে থাকে এর কারণ হলো খাদ্যবাস। আপনি যদি ঠিকমতো লেয়ার মুরগির খাদ্য পরিবেশন করতে পারেন তাহলে ডিমের পরিমাণ আগের তুলনায় অনেক বেড়ে যাবে।

সোনালী মুরগি কত দিনে ডিম দেয়

সোনালী মুরগি কত দিনে ডিম দেয়, এটি নির্ভর করতে সোনালি মুরগির খাদ্য বাস এবং স্বাস্থ্যের উপর।সোনালি মুরগির যদি কোন ধরনের রোগ না থাকে তাহলে তিন থেকে সাড়ে তিন মাস সময় লাগে ডিম আসতে কিন্তু এই ডিমের পরিমাণ খুবই কম থাকে। সোনালি মুরগির বয়স যখন পাঁচ থেকে ছয় মাস হবে তখন থেকে প্রচুর ডিম পাড়া শুরু করবে। 

কারণ পাঁচ থেকে ছয় মাস বয়স থেকেই সোনালি মুরগি পুরা দমে ডিম পারা শুরু করে। সোনালি মুরগি বছরে ১৪০ থেকে ১৮০ টি ডিম দিয়ে থাকে। আবার দেখা যায় সোনালি মুরগি দুই বছর থেকে আড়াই বছর পর্যন্ত ডিম দিয়ে থাকে। তাই অনেকেই সোনালি মুরগি লাভজনক ব্যবসা হিসেবে চিনে থাকে।

দেশি মুরগি কত দিনে ডিম দেয়

দেশি মুরগি কত দিনে ডিম দেয়, দেশি মুরগির ডিম আসতে একটু সময় লাগে। আপনি যদি আপনার দেশি মুরগিকে নিয়মিত খাবার দিতে পারেন এবং দেশি মুরগিকে সুস্থ রাখতে পারেন তাহলে দেখা যাবে পাচ থেকে ছয় মাস বয়সে ডিম পারা শুরু করেছে। দেশি মুরগি যখন ডিম পাড়া শুরু করে তখন দেখা যায় একটানা 15 থেকে 20 টি ডিম পেড়ে থাকে 
এরপর কয়েক মাসের জন্য বিরতি দেয় আবার কিছুদিন পর দেখা যায় টানা ১৫ থেকে ২০ টি ডিম দিয়ে থাকে এইভাবে প্রতি বছরে ১৫০ থেকে ১৮০ টি ডিম দিয়ে থাকে। দেশি মুরগি টানা দুই থেকে তিন বছর ডিম দিয়ে থাকে আবার খাদ্য বাস যদি কম বেশি হয় তাহলে বয়স কম বেশি হতে পারে। এছাড়াও আপনি চাইলে ডিম বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের ঔষধ ব্যবহার করতে পারেন এতে দেখবেন আপনার মুরগির ডিম পাড়া অনেক গুনে বেড়ে গেছে।

টাইগার মুরগি কত দিনে ডিম দেয়

টাইগার মুরগি কত দিনে ডিম দেয়, এটি নির্ভর করছে মুরগির শারীরিক অবস্থার উপর। টাইগার মুরগি সাধারণত দেখা যায় ৫ থেকে ৬ মাসের মধ্যে ডিম পারা শুরু করে কিন্তু ডিমের পরিমাণ একটু কম হয়ে থাকে। টাইগার মুরগির বয়স যখন 6 থেকে সাত মাস হয়ে যায় তখন ডিমের পরিমাণ আগের তুলনায় বেড়ে যায়। সচরাচর দেখা যায় টাইগার মুরগি বছরে 160 থেকে 220 টি ডিম দিয়ে থাকে 

এছাড়াও ডিমের পরিমাণ চাইলে বৃদ্ধি করতে পারবেন বিভিন্ন ঔষধ এবং খাদ্য দিয়ে। টাইগার মুরগি প্রায় আড়াই বছর থেকে সাড়ে তিন বছর পর্যন্ত ডিম দিয়ে থাকে এরপর টিমের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে।

তিতির মুরগি কত দিনে ডিম দেয়

তিতির মুরগি কত দিনে ডিম দেয়, আমরা অনেকেই জানি তিতির মুরগি গরম কালে ডিম পেড়ে থাকে। তিতির মুরগি ডিম পাড়তে প্রায় ছয় থেকে সাত মাস সময় লাগে আবার অনেকের ক্ষেত্রে এই সময় কম বেশিও হতে পারে। কারণ তিতির মুরগির সুস্বাস্থ্য, খাদ্যবাস এমনকি পরিবেশ এবং পরিছন্নতা ডিম পাড়া কম বেশি করতে পারে। আবার দেখা যায় অনেকেই তিতির মুরগির ডিম বাড়ানোর জন্য
ঔষধ এবং বিভিন্ন খাদ্য ব্যবহার করে। তিতির মুরগির ডিম সাধারণত মুরগির ডিমের মতোই দেখা যায় কিন্তু ডিমের খোসা অন্যান্য ডিমের থেকে মোটা হয়ে থাকে এবং দেখতে হালকা কালছে হয়ে থাকে।তিতির মুরগি বছরে ১৮০ থেকে ২৫০ টি ডিম দিয়ে থাকে এই মুরগি প্রায় দুই বছর থেকে তিন বছর পর্যন্ত ডিম পাড়তে পারে এরপর আস্তে আস্তে ডিম দেওয়ার প্রবণতা কমতে শুরু করে।

কালার বার্ড মুরগি কত দিনে ডিম দেয়

কালার বার্ড মুরগি কত দিনে ডিম দেয়, কালার বার্ড মুরগি কত দিনে ডিম দেয় এটি নির্ভর করছে কালার বার্ড মুরগির শারীরিক অবস্থা এবং খাদ্য বাঁশের উপর। কালার বার্ড মুরগি সাধারণত তিন থেকে সাড়ে তিন মাসে ডিম দিয়ে থাকে। কিন্তু কালার বার্ড মুরগি পুরাদমে ডিম দেওয়া শুরু করে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে এই সময়ে কালার বার্ড মুরগি প্রচুর পরিমাণে ডিম দিয়ে থাকে। কালার বার্ড মুরগি বছরে ২৫০ থেকে ৩০০ ডিম দিয়ে থাকে 
এছাড়া যারা ডিম বৃদ্ধি করার জন্য ঔষধ বা খাবার প্রয়োগ করে থাকে তাদের ক্ষেত্রে এই ডিমের পরিমাণ কম বেশি হতে পারে। কালার বার্ড মুরগি সাধারণত দুই থেকে তিন বছর পর্যন্ত ডিম দিয়ে থাকে। তাই আমরা অনেকে কালার বার্ড মুরগি লাভজনক ব্যবসা হিসেবে চিনে থাকি। কালার বার্ড মুরগির মাংসের চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে কারণ কালার বার্ড মুরগির মাংস খেতে খুবই সুস্বাদু। আবার কালার বার্ড মুরগির ডিমের অনেকগুলো উপকারিতা রয়েছে।

লেখক এর মন্তব্য

আমরা অনেকেই জানিনা যে কোন মুরগি কত দিনে ডিম পাড়ে এমনকি বছরে কয়টি ডিম দেয় তাও জানিনা। তাই আমি তাদের সুবিধার্থে এই আর্টিকেলটি লেখার চেষ্টা করেছি আপনারা এই পুরো আর্টিকেলটি পড়ে খুব সহজেই কয়েকটি মুরগি সম্পর্কে জানতে পারবেন যে তারা কত বয়সে ডিম দেয় এমনকি কত বছর পর্যন্ত ডিম দেয়।
যত দিন যাচ্ছে ততই ডিমের চাহিদা বেড়েই চলেছে কারণ ডিম অল্প দামেই পাওয়া যায় এছাড়াও এই ডিমের পুষ্টিগুণ অনেক বেশি। একজন মানুষ যদি নিয়মিত একটি অথবা দুইটি করে ডিম খেতে পারে তাহলে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। এছাড়াও শরীরের বিভিন্ন ধরনের উপকারিতা দেখা দিবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মারিয়া অনলাইন ব্লকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url