মুরগির চুনা পায়খানার ঔষধ - মুরগির চুনা পায়খানার কারণ

দেশি মুরগির ঔষধের তালিকা সহ ভ্যাকসিন খাবার সম্পর্কে জানতে ক্লিক করুনমুরগির চুনা পায়খানার ঔষধ, ব্রয়লার মুরগির চুনা পায়খানার ঔষধ, হাঁসের চুনা পায়খানার ঔষধ, মুরগির চুনা পায়খানার কারণ, মুরগির চুনা পায়খানা পাউডার এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই পুরো আর্টিকেলটি সাজানো হয়েছে। আপনি যদি এই সমস্ত প্রশ্নের উত্তর না জেনে থাকেন তাহলে পুরো আর্টিকেলটি মনোযোগের সাথে পড়ে নিতে পারেন। 
মুরগির চুনা পায়খানার ঔষধ

সূচীপত্রঃ মুরগির চুনা পায়খানার ঔষধ

আমাদের এই আর্টিকেলটি বিভিন্ন চিকিৎসকের মতামতে এবং বৈজ্ঞানিক মতামতে লেখা হয়েছে। তাই আপনি যদি এই সমস্ত প্রশ্নের উত্তর খুব সহজেই জানতে চান তাহলে আমাদের আর্টিকেলটি নির্দ্বিধায় পড়ে নিতে পারেন।

মুরগির চুনা পায়খানার ঔষধ

আমরা যারা নতুন খামারি আছি তারা অনেকেই মুরগির চুনা পায়খানা সম্পর্কে বোঝার আগেই অনেক মুরগি মারা যায়। কিন্তু যারা পুরাতন খামারি আছেন তারা এই রোগের লক্ষণ দেখামাত্রই চিকিৎসা শুরু করে রোগ থেকে রক্ষা পায়। আর যারা নতুন খামারি আছেন তারা কিভাবে চুনা পায়খানার রোগের সমাধান করবেন এই নিয়ে বলার চেষ্টা করব। 

প্রথমে সুস্থ মুরগী গুলো আলাদা করে নিতে হবে এরপর সুস্থ মুরগিগুলোকে Lixen পাউডার ব্যবহার করতে হবে। ১০০ মুরগির জন্য ৩ গ্রাম পাউডার ৪ লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে। এরপর Enrofloxacin ব্যবহার করতে হবে,  ১০০ মুরগির জন্য 1.5 গ্রাম ৪ লিটার পানিতে ব্যবহার করতে পারেন। যাতে করে সুস্থ মুরগিগুলো অসুস্থ না হয়ে পড়ে সেই জন্য।

মুরগির চুনা পায়খানার প্রধান কারণ হল কৃমি, ব্যাকটেরিয়া এবং ভাইরাস এর জন্য হয়ে থাকে। এছাড়াও, খাদ্যের অপর্যাপ্ততা, পরিবেশগত কারণ এবং অন্যান্য রোগের কারণেও মুরগির চুনা পায়খানা হতে পারে।

মুরগি চুনা পায়খানার ব্যবহৃত ঔষধ গুলো হলোঃ

কৃমিনাশক ঔষধঃ কৃমি সংক্রমণের কারণে চুনা পায়খানা হলে কৃমিনাশক ঔষধ প্রয়োগ করতে হবে। কৃমিনাশক ঔষধের মধ্যে রয়েছে বেনজিমিডাজল, অ্যালবেনডাজল, ফেনবেনডাজল, ইত্যাদি।

ব্যাকটেরিয়ানাশক ঔষধঃ ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য চুনা পায়খানা হলে ব্যাকটেরিয়ানাশক ঔষধ ব্যবহার করা হয়। ব্যাকটেরিয়ানাশক ঔষধের মধ্যে রয়েছে এন্টিবায়োটিক, যেমন অ্যামোক্সিসিলিন, ক্লোরামফেনিকোল, ইত্যাদি।

ভাইরাসনাশক ঔষধঃ ভাইরাস সংক্রমণের কারণে চুনা পায়খানা হলে ভাইরাসনাশক ঔষধ খাওয়াতে হয়। ভাইরাসনাশক ঔষধের মধ্যে রয়েছে ইন্টারফেরন, অ্যান্টিবডি, ইত্যাদি।
খাদ্য পরিবর্তনঃ খাদ্যের পরিবর্তন বা পরিবেশগত কারণে চুনা পায়খানা হলে খাদ্য পরিবর্তন করতে হবে। অনেক সময় দেখা যায় এমন খাদ্য দিয়েছেন যে খাবার মুরগি কোনদিন চোখেই দেখেনি সে কারণেও চুনা পায়খানা হতে পারে সেদিকেও নজর দিতে হবে।

পরিবেশগত পরিবর্তনঃ পরিবেশগত কারণে চুনা পায়খানা হলে পরিবেশগত পরিবর্তন করতে হবে। মুরগির শেডে পর্যাপ্ত আলো, বাতাস এবং তাপমাত্রা নিশ্চিত করতে হবে।

মুরগির চুনা পায়খানার চিকিৎসায় কোন ঔষধ ব্যবহার করা হবে তা নির্ভর করে রোগের কারণ এবং মুরগির অবস্থার উপর। তাই কোনো ঔষধ ব্যবহার করার আগে অবশ্যই একজন অভিজ্ঞ খামারি কিংবা পশুচিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। কারণ সব ঔষধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেগুলো সম্পর্কে জেনে আপনাকে ঔষধ প্রয়োগ করতে হবে।

ব্রয়লার মুরগির চুনা পায়খানার ঔষধ

ব্রয়লার মুরগির চুনা পায়খানার জন্য অনেক সময় অনেক মুরগি মারা যায় যা আমরা বুঝে উঠতে পারি না। এমনকি ব্রয়লার মুরগির চুনা পায়খানার ঔষধ সম্পর্কেও জানিনা তাই আমি আজকে আপনাদের জানাবো ব্রয়লার মুরগির চুনা পায়খানা কিভাবে প্রতিকার করতে হয়। 

ব্রয়লার মুরগির চুনা পায়খানার জন্য বিভিন্ন ধরনের ঔষধ রয়েছে। এর মধ্যে কিছু ঔষধ মুরগির খাবারের সাথে মিশিয়ে খাওয়ানো হয়, আবার কিছু ঔষধ মুরগির শরীরে ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়। যেমনঃ 

খাবারের সাথে মিশিয়ে খাওয়ানো ঔষধ এর নামঃ

এন্টিবায়োটিকঃ এন্টিবায়োটিক ব্রয়লার মুরগির চুনা পায়খানার জন্য দায়ী ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। এর মধ্যে রয়েছে ক্লোরামফেনিকল, এন্টিবায়োটিক, টেট্রাসাইক্লিন, ইত্যাদি।
অ্যান্টিফাঙ্গালঃ অ্যান্টিফাঙ্গাল ব্রয়লার মুরগির চুনা পায়খানার ছড়ায় এবং ছত্রাককে মেরে ফেলে। এর কিছু ঔষধ হলো ফ্লুকোনাজল, ইট্রাকোনাজল, ইত্যাদি।

প্রোবায়োটিকঃ প্রোবায়োটিক ব্রয়লার মুরগির হজমশক্তির উন্নতি করে এবং পাচনতন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। এর ঔষধ হলো ইয়োগার্ট, দই, গোল কিংবা মাটা ইত্যাদি।

ইনজেকশনের মাধ্যমে যে সমস্ত ঔষধ দেওয়া হয়ঃ

ভিটামিনঃ ভিটামিন ব্রয়লার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং চুনা পায়খানার ঝুঁকি কমায়। এর জন্য ভিটামিন এ, ভিটামিন সি, ইত্যাদি ব্যবহার করা হয়।
খনিজ পদার্থঃ খনিজ পদার্থ ব্রয়লার মুরগির হজমশক্তির উন্নতি করে এবং পাচনতন্ত্রে ভালো থাকে। এর জন্য ব্যবহার করা হয় ক্যালসিয়াম, ফসফরাস, ইত্যাদি।

এছাড়াও আরো বিভিন্ন ধরনের ঔষধ বাজারে পাওয়া যায়। উপরে যে সমস্ত ওষুধের কথা বলা হয়েছে এই সমস্ত ঔষধ চুনা পায়খানার জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে। তাই আপনি চাইলে এই সমস্ত ঔষধ মুরগি কিংবা হাঁসের উপর প্রয়োগ করতে পারেন। তাহলে দেখবেন দুই দিনের ভিতরে চুনা পায়খানা ঠিক হয়ে গিয়েছে সেজন্য ডাক্তারের পরামর্শ নিতে পারেন।

হাঁসের চুনা পায়খানার ঔষধ

হাঁসের চুনা পায়খানার ঔষধ সম্পর্কে ধারণা রাখা দরকার কারণ আমরা যখন বসতবাড়িতে কিংবা খামারে হাঁস পালন করতে যাই তখন দেখা যায় বিভিন্ন ধরনের রোগের সম্মুখীন হতে হয়। এর মধ্যে কমন রোগ হল চুনা পায়খানা যে রোগ আপনার হাঁসের খামার বরবাদ করে দিতে পারে। কারণ হাসে যদি না পায়খানা হয়ে থাকে তাহলে 
সেটি প্রতিকার না করলে আস্তে আস্তে সব মুরগি মারা যায়। আপনার হাসের যদি চুনা পায়খানা হয়ে থাকে তাহলে উপরে দেওয়া ঔষধ গুলো ব্যবহার করতে পারেন। কারণ ব্রয়লার মুরগির চুলা পায়খানার ঔষধ আপনি হাঁসের চুনা পায়খানার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন যা উপরে ধারাবাহিকভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে।

মুরগির চুনা পায়খানার কারণ

মুরগির চুনা পায়খানার কারণ বিভিন্ন কারণে হতে পারে আপনি যদি মুরগির চুনা পায়খানার কারণ সম্পর্কে না জেনে থাকেন তাহলে পুরো পোস্টটি পড়ে নিতে পারেন। যা নিচে ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে। মুরগির চুনা পায়খানা হল একটি সাধারণ সমস্যা যা বিভিন্ন কারণে ঘটতে পারে। এর মধ্যে রয়েছেঃ 

খাদ্যে অতিরিক্ত ক্যালসিয়াম এবং ফসফরাসঃ মুরগির খাদ্যে অতিরিক্ত ক্যালসিয়াম এবং ফসফরাস থাকলে তা পাচনতন্ত্রে জমা হতে পারে এবং চুনা পায়খানার সৃষ্টি করতে পারে।

খাদ্যে ভিটামিন এবং খনিজ পদার্থের অভাবঃ মুরগির খাদ্যে ভিটামিন এবং খনিজ পদার্থের অভাব থাকলে তা পাচনতন্ত্রের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে এবং চুনা পায়খানা হতে পারে।
রোগ বা সংক্রমণঃ বিভিন্ন রোগের কারণে মুরগির চুনা পায়খানা দেখা দিতে পারে।

খামারের পরিবেশের সমস্যাঃ খামারের পরিবেশের সমস্যা, যেমন অস্বাস্থ্যকর পরিবেশ বা খাবার এবং পানিতে জীবাণু থাকলে তা মুরগির স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে এবং চুনা পায়খানার সৃষ্টি হতে পারে।

এছাড়াও আরো বিভিন্ন কারণে মুরগির চুনা পায়খানা হতে পারে যেমনঃ অতিরিক্ত খাবার, অতিরিক্ত ওষুধ, অতিরিক্ত ক্যালসিয়াম, অতিরিক্ত ফসফরাস ইত্যাদি। এই সমস্ত লক্ষণ যদি আপনার মুরগির সাথে দেখতে পান তাহলে সাথে সাথে চিকিৎসা করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন চুনা পায়খানা হওয়ার আগেই ঠিক হয়ে গিয়েছে। আর যদি চিকিৎসা করতে না পারেন তাহলে দেখবেন কয়েক দিনের ভিতরে সমস্ত মুরগির উপর প্রভাব ফেলছে।

মুরগির চুনা পায়খানা পাউডার

মুরগির চুনা পায়খানার পাউডার মুরগির জন্য অনেক উপকারী এবং বিভিন্ন রোগ থেকে বাঁচার জন্য সাহায্য করে থাকেন। মুরগির চুনা পায়খানা পাউডার হল একটি রাসায়নিক পদার্থ যা মুরগির চুনা পায়খানা থেকে তৈরি করা হয়। এটি মুরগির খাদ্যে যোগ করা হয় এবং মুরগির স্বাস্থ্যের উন্নতি এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে সাহায্য করে।

মুরগির চুনা পায়খানা পাউডার তৈরির জন্য, প্রথমে মুরগির চুনা পায়খানা শুকানো হয়। তারপর এটি গুঁড়ো করা হয় এবং রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন উপাদানে বিভক্ত করা হয়। এই উপাদানগুলির মধ্যে রয়েছে। ক্যালসিয়াম কার্বনেট, ফসফরাস, প্রোটিন, ভিটামিন এবং খনিজ পদার্থ।
মুরগির চুনা পায়খানা পাউডার মুরগির খাদ্যে যোগ করার ফলে মুরগির শরীরে ক্যালসিয়াম, ফসফরাস, প্রোটিন এবং অন্যান্য পুষ্টিকর উপাদানের ঘাটতি দূর হয়। এটি মুরগির হাড় এবং ডিমের খোসার গঠনকে শক্তিশালী করে এবং মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ফলে মুরগির স্বাস্থ্য ভালো থাকে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পায়।

আপনি চাইলে মুরগির চুনা পায়খানার পাউডার নিজে নিজেই তৈরি করে আপনার মুরগিকে খাওয়াতে পারেন এতে আপনি বিভিন্ন রকমের উপকার পেয়ে যাবেন যা দেখলে আপনি চমকে উঠবেন। মুরগির চুনা পায়খানা পাউডার সাধারণত মুরগির খাদ্যের 1-2% হারে যোগ করা হয়। তবে, মুরগির বয়স, প্রজাতি এবং অন্যান্য অবস্থার উপর ভিত্তি করে এই হার কম বা বেশি হতে পারে।

মুরগির চুনা পায়খানার ঔষধঃ শেষ কথা

আমরা যারা নতুন খামারি আছি তারা মুরগির চুনা পায়খানা দেখলে অনেকটাই চিন্তায় পড়ে যাই কারণ চুনা পায়খানার কারণে অনেক মুরগি একসাথে মারা যায়। কিন্তু আজকের পর থেকে আর ঘাবড়ানো কিংবা চিন্তা করার কোন প্রয়োজন হবে না। কারণ আপনি যদি আমাদের এই পুরো আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ে থাকেন তাহলে মুরগির চুলা পায়খানার ঔষধ সম্পর্কে 

এবং কোন কোন কারণে মুরগির চুনা পায়খানা হয় সে সমস্ত প্রশ্নের উত্তর আপনি খুব সহজেই পেয়ে গেছেন। এবং আজকে থেকে মুরগির চুনা পায়খানার ঔষধ নিজেই প্রয়োগ করে আপনার মুরগিকে সুস্থ রাখতে পারবেন। যদি আমার দেওয়া নির্দেশগুলো মেনে কাজ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মারিয়া অনলাইন ব্লকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url