ইউটিউব মনিটাইজেশন কি কিভাবে করতে হয়
ফ্রিল্যান্সিং কোন কাজের চাহিদা বেশিআপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে আলাপ-আলোচনা করব। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই পুরো আর্টিকেলে আমরা কি পেতে যাচ্ছি এক নজরে দেখে নেওয়া যাক। ইউটিউব মনিটাইজেশন কি কিভাবে করতে হয়, কোন কোন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাবে না,
সূচিপত্র ইউটিউব মনিটাইজেশন কি কিভাবে করতে হয়
ইউটিউব মনিটাইজেশন কি কিভাবে করতে হয়কোন কোন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাবে না
ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন সর্বোচ্চ কত সংখ্যা দেওয়া যায়
ইউটিউব ভিডিও টাইটেল কত সংখ্যা দেওয়া যায়
শেষ কথা
ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন সর্বোচ্চ কত সংখ্যা দেওয়া যায়,১ এর বেশি ইউটিউব চ্যানেল খোলা যাবে কি, ইউটিউবে ভিডিও টাইটেল কত সংখ্যা দেওয়া যায় । এই সমস্ত বিষয় নিয়ে পুরো আর্টিকেল টি সাজানো হয়েছে আপনি এসব বিষয় বিষয়গুলো জানতে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
YOUTUBE মনিটাইজেশন কি কিভাবে করতে হয়
YOUTUBE মনিটাইজেশন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আপনি আপনার ইউটিউব থেকে আয় ইনকাম করতে পারবেন। ইউটিউব মনিটাইজেশন মানে হল ইউটিউবে ভিডিওর মাধ্যমে বিজ্ঞাপন দেখিয়ে আয় করা। এখন জানাবো ইউটিউব মনিটাইজেশন কিভাবে করতে হয়। আপনার ইউটিউবের যদি সকল কন্ডিশন ফুলফিল হয়েছে থাকে, তাহলে আপনি কিভাবে ইউটিউব মনিটাইজেশন করবেন।
তাহলে চলুন পুরো বিষয়টি নিয়ে গবেষণা করা যাক । প্রথমেই আপনাকে প্লে স্টোর থেকে ইউটিউব স্টুডিও অ্যাপটি ডাউনলোড করতে হবে এরপর আপনাকে ওপেন করতে হবে। তারপর আপনার ইউটিউব চ্যানেলটির পারমিশন টা দিলেই চ্যানেল ANALYTICS এ প্রবেশ করতে পারবেন। এরপর আপনি একদম নিচে খেয়াল করলে দেখতে পাবেন EARN নামে অপশন সেখানে আপনি ক্লিক করবেন।
EARN অপশনে ক্লিক করার পর আপনার সামনে এপ্লাই নাও অপশনে আসবে সেখানে আপনি ক্লিক করবেন। এবং নিচে খেয়াল করলে দেখতে পাবেন যে আপনার সমস্ত অপশনগুলো ফুলফিল হয়েছে কিনা আপনি দেখে, এপ্লাই নাও এ ক্লিক করবেন।এরপর আপনার সামনে তিনটি স্টেপ দেখাবে RMREVIEW BASE TES,SIGN UP FOR GOOGLE ADSENSE,GET REVIWED আপনিRMREVIEW BASE TES আপনি START বাটনে ক্লিক করবেন।
ক্লিক করার পর অনেকগুলো অপশন দেখাবে আপনি চাইলে পড়ে নিতে পারেন। যদি না পারেন তাহলে একবারে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর I ACCEPT THE YOUTUBE PARTNER PROGRAM TERMS এখানে টিক মার্ক দিয়ে দিবেণ। এরপর ACCEPT বাটনে ক্লিক করবেন। আমাদের প্রথম স্টেপ হয়ে গেছে। এরপর দ্বিতীয় স্টেপে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে।
ক্লিক করার পর দেখাবে DO YOU HAVE AN ADSENSE ACCOUNT মানে পূর্বে যদি এডসেন্স একাউন্ট থাকে তাহলে YES, I HAVE AN ADSENSE ACCOUNT একটা টিক মার্ক দিবেন। যদি না থাকে তাহলে I NEED TO CREATE ONE এটা দিয়ে দিবেন। আর যদি পূর্বে আছে কিন্তু মনে পড়ছে না তাহলে I DON,T KNOW এটা দিবেন।
এরপর নিচের দিকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এখন আপনাকে আপনার অ্যাকাউন্ট নাম দেখাবে তারপর নিচে কন্টিনিউয়াস CONTINUE AS এখানে ক্লিক করতে হবে। এরপর আপনাকে আপনার গুগল এডসেন্স এ নিয়ে যাবে। সেখানে দেখতে পাবেন গেট মোড় আউট অফ এডসেন্স GET MORE OUT OF ADSENSE এখানে আপনি NO, DON,T SEND ME CUSTOMIZED HELP AND PERFORMANCE SUGGES TIONS এইটা টিক মার্ক দিয়ে দিবেন।
এরপর সিলেট ইউর কান্ট্রি ওর টেরিটরি SELECT YOUR COUNTRY OR TERRITORY এখানে আপনার কান্ট্রি সেভ করে দিবেন। এরপর আবারও অনেকগুলো হাবিজাবি লেখা চলে আসবে আপনি একদম নিচে গিয়ে ঠিক মার্ক দিয়ে ক্রিয়েট একাউন্ট এ ক্লিক করবেন। এরপর আপনাকে নিয়ে যাবে কাস্টমার ইনফরমেশন এর আন্ডারে কাস্টমার এর আন্ডারে অ্যাকাউন্ট টাইপ INDIVIDUAL করা থাকবে এখানে আপনি আপনার এন আইডি কার্ডের নাম দিয়ে দিবেন।
এরপর রয়েছে অ্যাড্রেস লাইন ওয়ান ADDRESS LINE 1 সেখানে আপনি আপনার এড্রেস ADDRESS টা দিয়ে দিবেন। তারপর এড্রেস লাইন টু ADDRESS LINE 2 তে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন। যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারে। এরপর সিটি এখানে আপনার জেলার নাম দিয়ে দিবেন। তারপর নিচে পোস্টাল কোড POSTAL CODE এখানে আপনার পোস্টাল কোডটা দিয়ে দিবেন।
এবং নিচে ফোন নাম্বার দিতে হবে, তারপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিছুক্ষণ রিডাইরেক্ট হওয়ার পর CONTINUE TO STUDIO এখানে ক্লিক করতে হবে। এখন দেখেন উপরের স্টেপ টা ডান হয়ে গেছে। এবং নিচে এখনো ডান হয়নি দ্বিতীয় নাম্বারটা ডান হতে ২৪ ঘন্টা সময় লাগতে পারে। এরপর তৃতীয় স্টেপ টা তারা যাচাই-বাছাই করে দেখে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ডান করে দিবে।
কোন কোন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাবে না
আজ আমি দশটি ইউটিউব চ্যানেল নিয়ে আলাপ আলোচনা করব। এই দশটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন না । তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন দশটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা যাবে না।
- TIK TOK ভিডিও আপলোড চ্যানেল, টিক টক থেকে যদি ভিডিও নিয়ে এসে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন তাহলে মনিটাইজেশন পাবেন না।
- মিক্স ক্যাটাগরির আপলোড চ্যানেল, বিভিন্ন ক্যাটাগরির পোস্ট আপলোড করা। আপনি যেকোনো একটা ক্যাটাগরির পোস্ট আপলোড করবেন। না হলে আপনি ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাবেন না।
- কম পাইলেসন ভিডিও চ্যানেল কম্পাইলেশন মানে হল ছোট ছোট ভিডিও কেটে কেটে জোড়া দিয়ে আপলোড করা। এই প্রসেসে ভিডিও আপলোড করলে আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন করতে পারবেন না।
- ইমেজ ফ্লাইট চ্যানেল, আপনি ভিডিওতে যদি একের পর এক ইমেজ কিংবা ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করেছেন কিন্তু কোন ক্রিয়াবিটি নেই। এইসব ভিডিও যদি আপলোড করেন তাহলে আপনি মনিটাইজেশন করতে পারবেন না।
- হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও চ্যানেল, আপনি বিভিন্ন মুভি থেকে টেইলার থেকে ভিডিও কেটে কেটে এডিট করে আপলোড করেন তাহলে আপনি ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাবেন না।
- গেমিং চ্যানেল উইথআউট ভয়েস, আমরা অনেকে গেমিং ভিডিও আপলোড করি অন্য জনের ভয়েস দিয়ে গেমিং ভিডিও আপলোড করে থাকি। ইউটিউব চ্যানেল এ মনিটাইজেশন করতে আপনার নিজস্ব ভয়েস দিতে হবে। না হলে আপনি আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন করতে পারবেন না।
- কপি পেস্ট চ্যানেল, আমরা অনেকেই কপি পেস্ট করে থাকি কিন্তু ভিডিওতে কোন ক্রিয়েবেটিটি থাকে না। মনিটাইজেশন পেতে হলে আপনাকে নতুন নতুন তথ্য শেয়ার করতে হবে, যাতে করে আপনার ভিডিওটি দেখে কিছু শিখতে পারে।তাহলে আপনি মনিটাইজেশন করতে পারবেন।
- রি আপলোডিং কন্টেন্ট আদার সোশ্যাল মিডিয়া, আপনি যদি অন্য জনের ভিডিও কপি করে আপনার চ্যানেলে সরাসরি আপলোড করেন। তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করতে পারবেন না।
- ডিজে চ্যানেল, যদি অন্য জায়গা থেকে ভয়েস কপি করে এডিট করে সাজিয়ে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন, তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না।
- ড্যান্স কভার চ্যানেল, আপনি যদি বিভিন্ন গানে ডান্স করে ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনি আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন না। এছাড়াও আরো অনেক কারণ রয়েছে যেগুলো করলে আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাবেন ন
ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন সর্বোচ্চ কত সংখ্যা দেওয়া যায়
ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন সর্বোচ্চ ৫ হাজার শব্দের দিতে পারবেন। ডেসক্রিপশন লিখার সময় আপনাকে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেল এবং ভিডিও এর সাথে মিল রেখে দিতে হবে। কারণ আপনি যদি হাবিজাবি ডেসক্রিপশন লিখতে থাকেন তাহলে আপনার ভিডিও ভাল রেঙ্কে পৌঁছাতে পারবেনা। তাই আপনাকে ডেসক্রিপশন একটু সময় নিয়ে সুন্দর করে লিখতে হবে। তাহলে আপনার ইউটিউব চ্যানেল
আপনি একটি জিমেইল কিংবা একটা ডিভাইস দিয়ে অনেকগুলো ইউটিউব চ্যানেল খুলতে পারেন এবং একটা ডিভাইস দিয়ে। যেমন মোবাইল ল্যাপটপ কম্পিউটার যেকোনো একটা ডিভাইস দিয়ে সবগুলো চ্যানেল চালাতে পারবেন। কিন্তু একটা ডিভাইস দিয়ে একাধিক এডসেন্স একাউন্ট চালাতে পারবেন না।
আপনি যদি বলেন যে আমার পাঁচটি চ্যানেল আছে, আমি পাঁচটি অ্যাডসেন্স দিয়ে চালাবো তাহলে আপনি একই ডিভাইস দিয়ে করতে পারবেন না। কিন্তু একটা একাউন্ট দিয়ে অনেকগুলো ইউটিউব চ্যানেল চালাতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন।
ইউটিউব ভিডিও টাইটেল কত সংখ্যা দেওয়া যায়
ইউটিউব ভিডিও টাইটেল আপনি ১০০ টি ওয়ার্ডের ব্যবহার করতে পারবেন। আপনার টাইটেল যত বেশি ভালো হবে তত আপনার চ্যানেল র্যাংক করবে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে টাইটেল যদি আপনি হাবিজাবি দিয়ে বড় করে ফেলেন তাহলে সেগুলো কোন কাজে দিবে না। তাই আপনাকে মিনিংফুল টাইটেল বাছাই করে তারপর টাইটেল লেখা শুরু করতে হবে।
তাহলে আপনার টাইটেলটা অনেক বেশি মিনিংফুল হবে। যদি এই নিয়ম গুলো মেনে আপনি টাইটেল লিখেন তাহলে আপনার টাইটেলটা দেখতে অনেকটা মিনিংফুল হবে। তাই আপনার ইউটিউব চ্যানেলটি র্যাংকে নিয়ে যাওয়ার জন্য সুন্দর করে টাইটেল বাছাই করুন।
শেষ কথা
আপনি যদি আমাদের আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ে থাকেন তাহলে ইতিমধ্যে ইউটিউব সংশ্লিষ্ট কয়েক গুলো ধাপ সম্পর্কে জেনে গেছেন। আমাদের আর্টিকেলটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আমাদের আর্টিকেলটি যদি পড়তে কিংবা বুঝতে কোন ধরনের সমস্যায় পড়েন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।
আমরা আপনাকে সাহায্য করার চেষ্টা করব। এবং আমাদের আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব আত্মীয়-স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এরকম ইন্টারেস্টিং আর্টিকেল নিয়ত পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। ধন্যবাদ
মারিয়া অনলাইন ব্লকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url