বাজরিগার পাখির খাবার তালিকা - বাজরিগার পাখির খাবার তৈরি

শালিক পাখির বাচ্চা কি খায় জানতে ক্লিক করুনআজ আপনারা জানতে পারবেন বাজরিগার পাখির খাবার তালিকা সম্পর্কে তাই আপনি যদি বাজরিগার পাখির খাবার তালিকা সম্পর্কে না জেনে থাকেন তাহলে এই পুরো আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়া শুরু করতে পারেন। কারণ বাজরিগার পাখির খাবার তালিকা সহ আরো চারটি বিষয় সম্পর্কে পূর্ণ ধারণা দেওয়া হয়েছে।
বাজরিগার পাখি
বাজরিগার পাখির খাবার তালিকা

সূচিপত্রঃ বাজরিগার পাখির খাবার তালিকা

যেমন বাজরিগার পাখির খাবার দাম, বাজরিগার পাখির বাচ্চা খাবার, বাজরিগার পাখির খাবার তৈরি, বাজরিগার পাখি কত দিন পর পর ডিম দেয় এ সমস্ত বিষয় সম্পর্কে পূর্ণ ধারণা পেতে পুরো পোস্টটি পড়তে শুরু করুন।

বাজরিগার পাখির খাবার তালিকা

এখন আপনাদের জানাবো বাজরিগার পাখির খাবার তালিকা সম্পর্কে তার আগে বলা যায় যে বাজরিগার পাখির খাবার তালিকা অন্যান্য পাখির তুলনায় দাম একটু বেশি। এবং বাজরিগার পাখির লেজ প্রায় 8 থেকে 9 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে নিচে বাজরিগার পাখির খাবার তালিকা দেওয়া হলোঃ

  • বাজরিগার পাখির প্রধান খাবার হিসেবে বিবেচনা করলে কাগুন ও চিনা প্রথমে চলে আসে আবার এর সাথে সবুজ শাক দিতে পারেন তাজা হলে ভালো হয়।
  • আপনি চাইলে বাজরিগার পাখিকে ধান খাওয়াতে পারেন এখন প্রশ্ন আসে যে কি ধান খাওয়াবেন।পোলাও দান খাওয়ালে বাজরিগার পাখির চর্বি কমাতে সাহায্য করে তাই বাজরিগার পাখির খাবার তালিকায় পোলাও ধান ব্যবহার করতে পারেন।
  • আবার আপনি চাইলে বাজরিগার পাখির খাবার তালিকায় সূর্যমুখী ফুলের বিজ খাওয়াতে পারেন কিন্তু সূর্যমুখের বীজ খাওয়ানোর সময় সাবধানতার সাথে খাওয়াতে হবে। কারণ যদি গরমের দিনে যদি সূর্যমুখী ফুলের বীজ খাওয়াতে থাকেন তাহলে বাজরিগার পাখি স্টোক করতে পারে। সেজন্য এই খাবার টি শীতকালে খাওয়ানোর চেষ্টা করবেন এবং কম পরিমাণে খাওয়াবেন।
এখন বলব বাজরিগার পাখি কি কি শাকসবজি খেয়ে থাকেঃ
  • পুঁইশাক,
  • ফুলকপি,
  • মেহেদী পাতা,
  • নিমপাতা,
  • কমলি শাক,
  • লেটুস পাতা,
  • লাল শাক,
  • সাজনা পাতা,
  • ধনিয়া পাতা,
  • মুলার শাক,
  • মিষ্টি কুমড়া,
  • বরবটি,
  • পালং শাক (কিন্তু বেশি না)
  • থানকুনি পাতা,
  • কেনারি ,
  • তিসি,
  • গুজরি,
  • কুসুম ফুল,
এবার বলব বাজরিগার পাখির খাবার তালিকায় কি কি ফল রয়েছে নিম্নে তুলে ধরা হলোঃ
  • কলা,
  • কমলা,
  • গাজর,
  • শসা,
  • আপেল,
  • পেয়ারা,
  • কালো জাম,
  • আম,
  • তরমুজ,
  • আঙ্গুর,
  • নিচু,
  • স্ট্রবেরি,
  • নারকেল,
  • মিষ্টি আলু,
  • খেজুর,
  • জলপাই,
  • কাঁচা মরিচ,
  • পেঁপে,
  • বড়ই (বিচি ছাড়া),
  • আনারস,
  • সিমের বিচি,ইত্যাদি 

আরো পড়ুনঃ শালিক পাখি কোথায় বাসা বাঁধে

এই সমস্ত শাকসবজি ফল বাজরিগার পাখিকে নিয়মিত খাওয়ানো হয় এবং এছাড়াও বাজারে আরও অনেক ধরনের খাবার পাওয়া যায় যেগুলো আপনারা ক্রয় করে আপনার বাজরিগার পাখিকে খাওয়াতে পারেন।

বাজরিগার পাখির খাবার দাম

বাজরিগার পাখির খাবার দাম একটু বেশি হয়ে থাকে অন্যান্য পাখির খাবারের চেয়ে আপনি চাইলে এত দাম দিয়ে বাজরিগার পাখির খাবার ক্রয় করা থেকে নিজেই খাবার তৈরি করতে পারেন যা উপরে বিস্তারিত ভাবে বলে দেওয়া হয়েছে । যাই হোক চলুন জেনে নেই বাজরিগার পাখির খাবার দাম কেমন হতে পারেঃ
  1. বিদেশি সূর্যমুখী এক কেজি ১৯০ টাকা দরে বাজারে বিক্রি করা হয়।
  2. ককাটেল মিক্সার ১৫০ টাকা কেজি।
  3. কালো মিলেট প্রতি কেজি ১৫০ টাকা।
  4. ক্যানেরি ১ কেজি ২৫০ টাকা।
  5. মিলেট মিক্স এক কেজি ১৩০ টাকা।
  6. রেড মিলেট এক কেজি ১২০ টাকা।
  7. সাদা মিলেট এক কেজি ১৬০ টাকা।
  8. গুজি তিল ১ কেজি ১৬০ টাকা।
  9. সূর্যমুখী বড়টা এক কেজি ২৪০ টাকা।
  10. বাসমতি দান ৯০ টাকা ১ কেজি।
  11. তিশি ১ কেজি ১৫০ টাকা।
  12. পিন্স মিক্সার ৮০ টাকা কেজি।
  13. বাজিগর মিক্স নর্মাল ৮০ টাকা কেজি।
  14. বাজিগর মিক্স 100 টাকা কেজি।
  15. চিনা ৭০ টাকা কেজি।
  16. সাদা কাউন ৭০ টাকা কেজি।
  17. লাল কাউন ৫০ টাকা কেজি।
  18. কুসুম ফুল ১৩০ টাকা কেজি।
  19. দেশি সূর্যমুখী ১২০ টাকা কেজি।
  20. কালোজিরা ধান ৩৫ টাকা কেজি।
  21. দেশি ধান ৩৫ টাকা কেজি।
  22. জব ৬০ টাকা কেজি।
  23. চিনি গুড়া ধান ৭০ টাকা কেজি।
  24. পোটল ধান কেজি ৭০ টাকা।
  25. ঘুঘু মিক্সার ৮০ টাকা কেজি।
বাজরিগার পাখির খাবার দাম বাজারের সাথে ওঠানামা করতে পারে সেজন্য এই দামের সাথে কম বেশিও হতে পারে।

বাজরিগার পাখির বাচ্চার খাবার

আপনি জানেন বাজরিগার পাখির বাচ্চার খাবার সম্পর্কে যদি না জেনে থাকেন তাতে কোন সমস্যা নেই এখন আমি আপনাদের জানাবো যে যে খাবার খাওয়ালে বাজিগার পাখির বাচ্চা কম সময়ে দ্রুত বৃদ্ধি হতে শুরু করে যেমনঃ
  • সেজন্য আপনাকে দিতে হবে ছোলা ভিজা, রাতে ভিজিয়ে রেখে সকালে খেতে দিতে হবে এতে করে আপনার বাচ্চার শক্তি বৃদ্ধিতে সাহায্য করবে।
  • ভালো মানের চিড়া দিতে পারেন, রাতে সুন্দর করে পরিষ্কার করে ভিজিয়ে রেখে সকালে বাচ্চাকে দিতে পারেন।
  • ভুট্টা, গম সিদ্ধ করে নিয়ে এরপর ঠান্ডা হলে ভুট্টা ও গম আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন এতে বাজরিগার পাখির বাচ্চা সুস্থ ও সবল থাকতে সাহায্য করবে।
  • ছিট মিক্স দিতে পারেন আপনার বাচ্চাকে, যা বাজার থেকে অল্প দামে নিতে পারেন।
  • গ্রিট বাজরিগার পাখির বাচ্চার জন্য অনেক উপকারী তাই আপনি বাচ্চাকে গ্রিট খাবার সব সময় দেওয়ার চেষ্টা করবেন এতে বাচ্চার স্বাস্থ্য ঠিক থাকবে এবং দ্রুত ওজন বাড়াতে সাহায্য করবে। যা বাজার থেকে অতি অল্প দামে আপনারা সবাই ক্রয় করতে পারবেন।
আমি আপনাদের যে সমস্ত বাজরিগার পাখির বাচ্চার খাবার সম্পর্কে বললাম এই খাবারগুলো বাচ্চাকে অধিক পরিমাণে খাওয়াবেন না এতে হিতে বিপরীত হতে পারে। আপনি প্রতিদিন পরিমাণ মতো খাওয়াতে পারেন এতে আপনার বাচ্চা দ্রুত বাড়তে শুরু করবে। আর এই সমস্ত খাবার সব সময় খাঁচার ভিতর দিয়ে রাখবেন না এতে করে আপনার বাচ্চার ক্ষতি হতে পারে।

বাজরিগার পাখির খাবার তৈরি

আপনারা যারা বাজরিগার পাখি পালন করে থাকেন তারা অবশ্যই জানেন যে বাজরিগার পাখি পালনে রোগ বালাই নেই বললেই চলে। আর তাদের বাজরিগার পাখি পালনে রোগ বালাই হয় তাদের খাবারের দিকে নজর দিতে হবে কারণ পাখির খাবার তৈরি করার সময় খাবার গুলো 

সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। তাহলে দেখবেন পাখির রোগ ধীরে ধীরে কমতে শুরু করেছে আজকে আপনাদের বলবো ৫ কেজি বাজরিগার পাখির খাবার তৈরি সম্পর্কে। তার জন্য যেসব খাবার ব্যবহার করতে হবে যেমনঃ
  • চিনা ব্যবহার করবেন 1.5 কেজি।
  • মিলেট ব্যবহার করতে হবে 1.5কেজি।
  • ক্যানারি দিতে হবে ২০০ গ্রাম।
  • গুজি তিল দিতে হবে ১০০ গ্রাম।
  • সূর্যমুখী ফুলের বীজ ১০০ গ্রাম দিতে পারেন।
  • পোলার দান ব্যবহার করতে পারেন ১০০ গ্রাম।
এই সমস্ত খাবার দিয়ে ৫ কেজি মিশ্রণ খাবার তৈরি করতে পারবেন। মিশ্রণ তৈরি করার পূর্বে অবশ্যই খাবারগুলো সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে । এবং সূর্যমুখী ফুলের বীজ শুধুমাত্র শীতকালে ব্যবহার করবেন গরমে ব্যবহার করলে আপনার বাচ্চা স্টোক করতে পারে। 

কিন্তু কম পরিমাণে খাওয়ালে সমস্যা হবে না এই মিশ্রণের সাথে পোলার ধান অবশ্যই ব্যবহার করবেন। কারণ পোলার ধান খাওয়ালে বাজরিগার পাখির চর্বি কমতে সাহায্য করে। এই নিয়মগুলো ভালো করে ফলো করলে বাজরিগার পাখির খাবার তৈরি করতে পারবেন খুব সহজে।

বাজরিগার পাখি কত দিন পর পর ডিম দেয়

আমরা অনেকে জানি বাজরিগার পাখি সাধারণত চার থেকে পাঁচ মাসের ভেতরে ডিম দিয়ে থাকেন এবং ডিমের পরিমাণও চার থেকে পাঁচটা হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে বাজরিগার পাখি রোগে আক্রান্ত হয়েছে তাহলে সে ক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে। আপনি যদি প্রতি ৩ মাস পর পর ডিম পেতে চান তাহলে অবশ্যই আপনাকে খাবারের দিকে নজর দিতে হবে।

আরো পড়ুনঃ শালিক পাখির বাচ্চার দাম কত

কারণ খাবার যদি ভালো মানের দিতে পারেন তাহলে পাখির রোগ বালাই কম হবে এর সাথে ডিমের পরিমাণও বেড়ে যাবে। আপনি যদি পাখির সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে এই পুরো পোস্টটি পড়ে নিতে পারেন এই পোস্টে বাজরিগার পাখির সম্পর্কে পূর্ণ ধারণা দিয়ে লেখা হয়েছে।

শেষ কথা

যদি এই পুরো আর্টিকেলটি পড়ে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ তার সাথে আপনি জেনে ফেলেছেন যে বাজরিগার পাখির খাবার তালিকা সম্পর্কে। এবং আপনি যদি এই পোস্টটি A টু Z পড়ে থাকেন তাহলে বাজরিগার পাখির খাবারের সাথে আরো অনেকগুলো 

বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। যদি কোন কিছু বুঝতে সমস্যা মনে হয় তাহলে এই পোস্টের কমেন্টে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মারিয়া অনলাইন ব্লকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url