কিভাবে মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খুলবো

আরো একটি নতুন আর্টিকেল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই আর্টিকেলে ইউটিউব চ্যানেল সংশ্লিষ্ট প্রয়োজনীয় টুলস নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে। যেমন কিভাবে মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খুলবো, ইউটিউব চ্যালেন ভেরিফিকেশন কিভাবে করব, কিভাবে ইউটিউব চ্যানেল SEO করব, এরপর রয়েছে কিভাবে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও কিংবা ছবি আপলোড করবেন।
আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে আপনাকে এই বিষয়গুলো জানতেই হবে। এই কাজগুলো আপনি যদি ঠিকমতো করতে পারেন এবং আপনার যদি ধৈর্য থাকে তাহলে আপনিও সবার মত ইউটিউব থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তাহলে চলুন সময় নষ্ট না করে পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ে নেই এবং শিখে নেই।

ভূমিকা

আপনার হাতে যদি মিনিমাম ১০ থেকে ১৫ হাজার টাকার ফোন থেকে থাকে তাহলে আপনিও ইউটিউব চ্যানেল খুলে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন। শুনতে অবিশ্বাসিত মনে হলেও এটাই সত্যি। ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে টেকনিক্যাল কোন জ্ঞানের প্রয়োজন হয় না। আপনি যদি ইউটিউব ভিডিও আপলোড দিতে পারেন তাহলেই চলবে।


আপনি যদি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে না পারেন তাতেও কোন সমস্যা নেই, আমরা আপনাদের এই আর্টিকেলের মাধ্যমে শিখিয়ে দেব। সামান্য এইটুকু কাজ করে আপনিও ইউটিউব থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। শুধু একটি জিনিস দরকার হবে আপনার ধৈর্য, ধৈর্য ধরে কাজ করলে আপনিও ইউটিউব থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তাহলে চলুন শিখে নেওয়া যাক যে কিভাবে মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খুলবো।

কিভাবে মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খুলবো

প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজারে (CHROME) প্রবেশ করতে হবে। এখন আপনাকে সার্চ অপশনে ইউটিউব ডটকম (youtube.com) লিখতে হবে। এরপর আপনাকে উপরে হাতের ডান পাশে মানুষ আইকনে রয়েছে সেখানে ক্লিক করতে হবে। এরপর SIGN IN এ ক্লিক করে সাইন ইন করতে হবে। এরপর আপনার জিমেইল এড্রেস দিবেন, তারপর নেক্সট এ ক্লিক করবেন।

এরপর আপনাকে পাসওয়ার্ড দিতে হবে এবং NEXT বাটনে ক্লিক করতে হবে। এখন আপনাকে উপরে হাতের ডান পাশে থ্রি ডট আইকনে ক্লিক করে আপনার ফোনের ডেস্কটপ মুড চালু করে নিতে হবে। এবার দেখুন উপরে বা (YOUTUBE) চ্যানেলের আইকন রয়েছে সেখানে ক্লিক করতে হবে।

এরপর আপনাকে ক্রিয়েট এ চ্যানেল (CREATE A CHENNEL) এখানে ক্লিক করতে হবে। এরপর আপনাকে ইউটিউব চ্যানেলের নাম দিয়ে ক্রিয়েট চ্যানেল (CREATE A CHENNEL) এখানে ক্লিক করতে হবে। এখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি খোলা কমপ্লিট হয়ে গেছে।

কিভাবে ইউটিউব চ্যানেল ভেরিফিকেশন করব

এখন আমি আমার (YOUTUBE) চ্যানেলটি ভেরিফিকেশন করব। এর জন্য আপনাকে ইউটিউবে গিয়ে উপরে আপনার ইউটিউব চ্যানেলের আইকন আছে সেখানে ক্লিক করতে হবে। এরপর (YOUTUBE STUDIO) তে ক্লিক করতে হবে। এখন দেখেন এখানে একটা অপশন চলে আসছে (WELCOME TO YOUTUBE STUDIO) এখানে একটা (CONTINUE) বাটন রয়েছে সেখানে ক্লিক করতে হবে।

এরপর একদম নিচে হাতের বাম পাশে সেটিংস আইকন রয়েছে জুম করলে ভালো করে দেখতে পারবেন যাই হোক আপনি সেটিংস অপশনে ক্লিক করবেন। তারপর চ্যানেলে (CHANNEL) ক্লিক করবেন এরপর (FEATURE ELIGIBILLTY) এখানে চাপ দিবেন। এখন দুই নাম্বার অপশনে (INTER MEDLATE FEATURES) এ ক্লিক করার পর এখানে একটা অপশন দেখাচ্ছে ভেরিফিকেশন ফোন নাম্বার (VERIFY PHONE NUMBER) এখানে ক্লিক করবেন।

এরপর আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে এরপর (TEXT METNE VERIFICONS CODE) সিলেক্ট করা থাকবে নিচের দিকে আপনার কান্ট্রি (COUNTRY) সেট করতে হবে। তারপর আপনার একটা মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার সময় অবশ্যই আপনাকে +88 যোগ করে মোবাইল নাম্বার দিতে হবে।

এরপর ( GET CODE) এ ক্লিক করতে হবে এখন আপনার সেই নাম্বারে ৬ ডিজিটের একটা কোড যাবে সেই কোডটি (ENTER YOUR 6- DIGIT VERIFICATION CODE) এখানে বসাতে হবে। এরপর (SUBMIT) এ ক্লিক করতে হবে এবার দেখুন চলে এসেছে ফোন নাম্বার ভেরিফাই। এখন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি ভেরিফিকেশন করা সাকসেস হয়েছে।

কিভাবে ইউটিউব চ্যানেল SEO করব

এখন আপনাদের দেখাবো ইউটিউব চ্যানেল কিভাবে এসইও করতে হয়। এসিও করবো কেন, যাতে আমাদের ইউটিউব চ্যানেলটি অন্যরা সার্চ দিয়ে খুঁজে পায়। তাহলে চলুন শিখে নেওয়া যাক, সেই জন্য আপনাকে আবার আপনার ইউটিউব চ্যানেলের আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে (YOUTUBE STUDIO) তে ক্লিক করতে হবে।

আবার নিচের দিকে সেই সেটিং আইকনটি দেখতে পাবেন সেখানে ক্লিক করতে হবে। এরপর আপনি ( CHANNEL) এ ক্লিক কবেন, এখন আপনাকে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে, এবং তার নিচে কিওয়ার্ড সেট করতে হবে।আপনার ভিডিওটি কোন রিলেটেড সেই রিলেটেড কিওয়ার্ড সেট করতে পারেন। কিওয়ার্ড আপনি ১০-১৫ টা দিতে পারেন কমা দিয়ে দিয়ে।
কিন্তু এখানে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার (YOUTUBE) চ্যানেল এবং ভিডিওর সাথে মিল রেখে কিওয়ার্ড সেট করতে হবে। যাতে অন্যরা সার্চ করলে আপনার ভিডিওটা তাদের কাছে পৌঁছে যায়। সবকিছু বসানোর পর নিচে (SAVE) অপশনে ক্লিক করতে হবে। এখন কিন্তু আমাদের এসিও করা শেষ হয়েছে। NEXT স্টেপে যাওয়ার আগে আপনাদের সাথে আরও একটি তথ্য শেয়ার করি।

আমি চাই আপনি যেন আমাদের আর্টিকেলটি পড়ে ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারেন। এজন্য আপনাকে আপনার ফোনটি একটু জুম করে দেখতে পারবেন যে হাতের বাম পাশে পেন্সিল আইকন আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন দেখেন তিনটি অপশন আসছে (LAYOUT,BRANDING,BASIC INFO) আপোনি (BASIC INFO) ক্লিক করার পর (CHANNEL NAME DESCRIPTION) এখণে আপনার ইউটিউব চ্যানেলের (DESCRIPTION) লিখবেন, আপনার ইচ্ছামত সুন্দর করে।

এরপর নিচে আপনাকে দেখাচ্ছে চ্যানেল ইউআরএল এটা হল আপনার ইউআরএল লিংক তার নিচে দেখাচ্ছে লিঙ্ক আপনি এড লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর লিংক টাইটেল এখানে আপনি আপনার (facebook) অ্যাড করতে পারবেন সেই জন্য আপনাকে ফেসবুক লিখতে হবে। এরপর পাশে ইউ আর এল রিকোয়েস্ট এখানে আপনার ফেসবুক লিংক দিয়ে দিবেন।

এরপর নিচে দেখেন আর একটি অপশন দেখাচ্ছে জিমেইল অ্যাড্রেস। এর মানে হলো আপনি যদি এখানে ইমেইল দেন তাহলে সেই জিমেইলের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করতে পারবে আপনার ক্লায়েন্ট। তারপর আপনি পাবলিস্টে ক্লিক করে দিবেন। এখন আপনাদের দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেলের ছবি এড করবেন। সেই জন্য আপনাকে (BASIC INFO) এর বাম পাশে (BRANDING) নাম একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন।

ক্লিক করার পর আপনার সামনে (PICTURE) দেখাচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের। আপনি চাইলে সুন্দর করে একটা লোগো বানিয়ে আপলোড করতে পারেন, সেই জন্য আপনাকে আপলোড অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনি যে ভিডিও বা লোগোটা আপলোড দিতে চান সেই লোগোটি সিলেক্ট করে ডান করে দিলেই হবে সাথে সাথে এখানে (PICTURE) সেট হয়ে যাবে।

এরপর রয়েছে (BANNER IMAGE) এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ব্যানার সেট করতে পারবেন। সেই জন্য ব্যানার বানানো শিখতে হবে। তারপর আপলোডে ক্লিক করে সেট করতে পারবেন। এরপর রয়েছে (VIDEO WATERMARK) এর মানে হল আপনারা দেখেছেন যে ভিডিও চলার সময় নিচের দিকে দেখবেন যে একটা (WATERMARK) দেখায় এখানে আপনারা আপনার ইউটিউব চ্যানেলে বসাতে পারবেন।

এটা আপনি ইউটিউব থেকে দেখে নিবেন তাহলে আপনার ইউটিউব চ্যানেল টি সুন্দর ভাবে দাঁড়িয়ে যাবে। এরপর আপনি পাবলিস্টে ক্লিক করবেন।

কিভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করব

এখন আপনাদের দেখাবো কিভাবে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন। এখন আমি যদি ভিডিও আপলোড দিতে চাই তাহলে একটু খেয়াল করলে দেখতে পারবেন উপরে হাতের ডানপাশে ক্রিয়েট অপশন আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্রথমে দেখাচ্ছে আপলোড ভিডিও সেখানে ক্লিক করবেন।

এরপর দেখাবে সিলেক্ট file সেখানে ক্লিক করবেন। এরপর ফাইলে গিয়ে কিংবা গ্যালারিতে গিয়ে ভিডিওটি সিলেক্ট করবেন। এরপর দেখবেন ভিডিওটি আপলোড করা শুরু করেছে। এখন আপনার সামনে একটা টেক্সট দেখাচ্ছে ডিটেলস এবং টাইটেল এখানে টাইটেল এর জায়গায় আপনি আপনার ভিডিওর টাইটেল সুন্দর করে দিয়ে দিবেন, আগেরটা কেটে দিয়ে।

এরপর নিচে রয়েছে প্রেসক্রিপশন এখানে আপনি যে ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড ডেসক্রিপশন দিতে হবে। তারপর নিচে আছে (YES, IT'S MADE FORKIDS) যদি ভিডিওটি বাচ্চাদের জন্য আপলোড করে থাকেন তাহলে এইটা দিবেন, না হলে (NO, IT'S NOT MADE FORKIDS) দিয়ে দিবেন।

এরপর নিচে (SHOW MORE) অপশনআছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখেন ট্যাগ দেখাচ্ছে আপনার ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড দেখে বসাতে হবে। এরপর (language and caption certification) এখানে আপনার ভিডিও যদি বাংলা হয়ে থাকে তাহলে সেখানে বাংলা সিলেট করে দিবেন। এসব কাজ করার পর নিচে দেখবেন একটা টেক্সট বাটন আছে সেখানে ক্লিক করবেন।

এরপর আপনি টেক্সট বাটনে ক্লিক করবেন, আবারো টেক্সট বাটনে ক্লিক করবেন এখন আপনাকে একটা অপশন দেখাচ্ছে যে আপনি এখনই পাবলিস্ট করতে চাচ্ছেন কিনা, নাকি প্রাইভেট করবেন নাকি আন্ডারস্ট্যান্ড করবেন নাকি পাবলিস্ট করবেন যদি আপনি এখনই পাবলিস্ট করতে চান তাহলে পাবলিস্ট অপশনে ক্লিক করবেন।


এরপর নিচে দেখবেন পাবলিস্ট নামে একটা অপশন দেখাচ্ছে সেখানে ক্লিক করবেন। এরপর পাবলিস্টে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাবেন যে অল্প কিছুক্ষণের মধ্যে ভিডিওটি youtube চ্যানেলে আপলোড হয়ে গেছে।

শেষ কথা

আপনারা কিভাবে ইউটিউব চ্যানেল খুলে ইনকাম শুরু করবেন। এই আর্টিকেলের মাধ্যমে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যদি আমাদের এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ে থাকেন তাহলে আপনি youtube চ্যানেল খুলে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আমাদের এই আর্টিকেলটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই বন্ধু-বান্ধব এবং আত্মীয়স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

এবং এই আর্টিকেল পড়ে যদি কোন কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের সাহায্য করব। এই রকম ইন্টারেস্টিং আর্টিকেল পেতে(mariyaonlineblog.com) এর সাথেই থাকুন। ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মারিয়া অনলাইন ব্লকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url