শালিক পাখির বাচ্চা কি খায় - শালিক পাখি কি খায়

বাজরিগার পাখির খাবার তালিকা জানতে কিক করুনআজকের আর্টিকেলের টপিক হল শালিক পাখির বাচ্চা কি খায় এবং শালিক পাখি কি খায় । আপনারা যদি এই পুরো আর্টিকেলটি পড়তে পারেন তাহলে শালিক পাখির বাচ্চা কি খায় সহ আরো অনেকগুলো টপিক সম্পর্কে জানতে পারবেন এবং শিখতে পারবেন তাই আপনার হাতে 
শালিক পাখি

সূচিপত্রঃ শালিক পাখির বাচ্চা কি খায়

যদি পাঁচ মিনিট সময় থাকে তাহলে পুরো পোস্টটি পড়তে পারেন এই আর্টিকেলের ভিতরে রয়েছে শালিক পাখি কত বছর বাঁচে, শালিক পাখি কি খাওয়া যায়, শালিক পাখি কি কথা বলতে পারে, শালিক পাখির ডানার রং কি, শালিক পাখির বৈশিষ্ট্য, শালিক পাখি কোথায় থাকে তাহলে চলুন সময় নষ্ট না করে পুরো পোস্টটি পড়া শুরু করি।

শালিক পাখির বাচ্চা কি খায়

আমরা অনেকেই অনেক সময় শালিক পাখি পোষ মানানোর জন্য পোষ মানাতে চাই আবার অনেকে শালিক পাখির বাচ্চা পড়ে থাকতে দেখলে নিয়ে বাড়িতে চলে আসেন। এরপর জে সমস্যাটা হয় সেটি হল শালিক পাখির বাচ্চা কি খায়। সেজন্য আমি আপনাদের বলব শালিক পাখির বাচ্চা কি খায় শালিক পাখি সাধারণত পোকামাকড় খেয়ে থাকে।
শালিক পাখির বাচ্চা কি খায়
শালিক পাখির বাচ্চা কি খায়

এর সাথে ভাত গম, ভুট্টা, ধান, সবুজ লতা পাতা এই সমস্ত খাবার দিতে পারেন শালিক পাখির প্রধান খাবার হল ঘাসফড়িং। এই গাছ ফড়িং মাঝে মাঝে খেতে দিতে পারেন আবার এই সমস্ত খাবারের পাশাপাশি ফিট খাদ্য খাওয়াতে পারেন। ফিট খাদ্য শুকনা এবং ভিজিয়ে রেখে শালিক পাখিকে খাওয়াতে পারেন।
আরেকটি কথা হলো শালিক পাখির বাচ্চাকে যেভাবে খাবার দিতে হয় মানুষ সেভাবে খাবার দিতে পারে না এতে করে শালিক পাখির বাচ্চার ক্ষতি হয়ে যায়। তাই আমরা সবাই শালিক পাখি পালন করা থেকে বিরত থাকবো।

শালিক পাখির বাচ্চার দাম কত

শালিক পাখির বাচ্চার দাম কত
শালিক পাখির বাচ্চার দাম কত

আমরা অনেকেই অনেক রকম পাখি পালতে ভালোবাসি এর ভেতর যারা শালিক পাখির বাচ্চা পালার কথা ভাবেন তখন তাদের মনে হয় শালিক পাখির বাচ্চার দাম কত। এখন আমি আপনাদের জানাবো যে শালিক পাখির বাচ্চা কোথায় পাওয়া যায়। আপনি বিভিন্ন বাজার থেকে কিনে নিতে পারবেন শালিক পাখির বাচ্চা সাধারণত ৪০০ থেকে ৫০০ টাকার ভিতর হয়ে থাকে। 
শালিক পাখির বাচ্চা দাম অনেক সময় কম বেশি হয়ে থাকে বাজার বেঁধে কিংবা অঞ্চলে বেঁধে। মোট কথা বলতে গেলে এক এক অঞ্চলে এক এক রকম দাম হয়ে থাকে শালিক পাখির বাচ্চার দাম। আপনি চাইলে অনলাইনে পাখির বাচ্চা ক্রয় করতে পারেন। যদি অনলাইন থেকে শালিক পাখির বাচ্চা ক্রয় করতে চান তাহলে এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব।

শালিক পাখি কোথায় বাসা বাঁধে

শালিক পাখিকে আমরা অনেকেই ময়না পাখি বলে চিনে থাকি। কারণ এই শালিক পাখির জাত হল ময়না পাখি তাই আমরা অনেকেই শালিক পাখিকে ময়না পাখি নামে চিনে থাকি। এখন কথা আসছে যে শালিক পাখি কোথায় বাসা বাধে। শালিক পাখি সাধারণত বিভিন্ন গাছের উঁচু স্থানে বাসা করে থাকেন। আবার অনেক সময় দেখা যায় গাছের ভেতরে ছিদ্র করে সেখানে বাসা বাধা শুরু করে।
শালিক পাখি কোথায় বাসা বাঁধে
শালিক পাখি কোথায় বাসা বাধে

আবার যদি চান যে আপনার বাড়িতে শালিক পাখি পালন করবেন তাহলে আপনি কিভাবে বাসা বানাবেন। শালিক পাখির বাসা বাঁধতে সাধারণত একটা পাতিল হলেই হয়ে যাবে কিংবা পাখির খাঁচার ভেতর যত্ন করে লালন পালন করতে পারেন। শালিক পাখি খাঁচার ভেতরে রাখলে অনেক সেভ থাকে এবং ভালো হয়।

শালিক পাখি কি খায়

শালিক পাখি কি খায়, শালিক পাখি সাধারণত যে সমস্ত খাবার খেয়ে থাকে তার মধ্যে রয়েছে। পোকামাকড়ঃ পিঁপড়ে, ফড়িং, পতঙ্গ, ধামা, শুঁয়োপোকা, কেঁচো ইত্যাদি। এবং ফলঃ পাকা আম, জাম, পেয়ারা, কলা, বেদানা, খেজুর ইত্যাদি। শস্যদানাঃ ধান, গম, ভুট্টা, যব, ছোলা, মটর ইত্যাদি। বীজঃ তিল, সূর্যমুখী, সরিষা, কাউন, ধনিয়া ইত্যাদি। 
শালিক পাখি কি খায়
শালিক পাখি কি খায়
ছোট সরীসৃপ ও স্তন্যপায়ীঃ ছোট ছোট সাপ, টিকটিকি, ব্যাঙ, ইঁদুর, বাদামী ইঁদুর, ইত্যাদি। মানুষের ফেলে দেওয়া খাবারঃ ভাত, রুটি, মাংস, মাছ, ডিম, সবজি ইত্যাদি। সুযোগ পেলেঃ মরা ছোটখাটো প্রাণী, ডিম, ছানা ইত্যাদি খাবারগুলো শালিক পাখি খেয়ে থাকে এছাড়া আরও বিভিন্ন ধরনের খাদ্য খেয়ে থাকে।

শালিক পাখি কত বছর বাঁচে

শালিক পাখি কত বছর বাঁচে, বাংলাদেশে শালিক পাখির বেশ কয়েকটি প্রজাতি রয়েছে। এর মধ্যে সবচেয়ে পরিচিত প্রজাতি হল ভাত শালিক। ভাত শালিকের বৈজ্ঞানিক নাম Afrotheres tristis। এরা ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইত্যাদি দেশে দেখা যায়। শালিক পাখি সাধারণত 10 থেকে 15 বছর বাঁচে। তবে, কিছু শালিক 20 বছর বা তারও বেশি বাঁচার রেকর্ড রয়েছে। 
শালিক পাখির আয়ুষ্কাল নির্ভর করে বিভিন্ন কারণের উপর, যেমন খাদ্য, বাসস্থান, এবং প্রাকৃতিক আঘাত। শালিক পাখির খাদ্য বাসস্থান প্রাকৃতিক পরিবেশ যদি সুন্দর হয় তাহলে শালিক পাখির বাঁচার আয়ুষ্কাল অন্যান্য শালিক পাখির চেয়ে অনেক গুনে বেড়ে যায়। তাই শালিক পাখি পালনের জন্য উপযুক্ত বাসস্থান, খাদ্য এবং গুণগত পরিবেশ দরকার।

শালিক পাখি কি খাওয়া যায়

শালিক পাখি কি খাওয়া যায়, শালিক পাখি খাওয়া যায় কিনা তা নির্ভর করে ইসলামী শরীয়তের বিধানের উপর। ইসলামে যেসব পশু-পাখির গোশত খাওয়া বৈধ নয়, তার মধ্যে রয়েছে হিংস্র দাঁতওয়ালা পশু এবং নখ দিয়ে শিকারকারী প্রত্যেক হিংস্র পাখি। শালিক পাখি নখ দিয়ে শিকার করে, তাই এটি হিংস্র পাখির অন্তর্ভুক্ত। সুতরাং, ইসলামী শরীয়তের বিধান অনুসারে শালিক পাখি খাওয়া হারাম।
তবে, কিছু লোক শালিক পাখি খেতে পছন্দ করে। তারা মনে করে যে শালিক পাখির গোশত সুস্বাদু এবং পুষ্টিকর। তবে, শালিক পাখি খাওয়ার বিষয়ে স্বাস্থ্যগত ঝুঁকিও রয়েছে। শালিক পাখি সাধারণত পোকামাকড়, মৃতদেহ, এবং আবর্জনা খেয়ে থাকে। এসব খাবার থেকে শালিক পাখির শরীরে বিভিন্ন রোগজীবাণু থাকতে পারে। তাই শালিক পাখি খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে রান্না করা উচিত।বাংলাদেশে শালিক পাখি খাওয়ার রীতি প্রচলিত নেই। তবে, কিছু কিছু এলাকায় শালিক পাখি খাওয়া হয়।

শালিক পাখি কি কথা বলতে পারে

শালিক পাখি কি কথা বলতে পারে, শালিক পাখি কথা বলতে পারে। শালিক পাখির স্বরতন্ত্রী বেশ জটিল হওয়ায় এরা বিভিন্ন ধরনের আওয়াজ এবং মানুষের কথা অনুকরণ করতে পারে। শালিক পাখি সাধারণত মানুষের কথা অনুকরণ করে। তবে, এরা অন্যান্য পাখির ডাক, যন্ত্রের শব্দ, এমনকি মানুষের অনুপস্থিতিতেও কথা বলতে পারে।
শালিক পাখি কি কথা বলতে পারে
শালিক পাখি কি কথা বলতে পারে

শালিক পাখি কথা বলার ক্ষমতা তাদের সামাজিকতার সাথে সম্পর্কিত। শালিক পাখি খুবই সামাজিক প্রাণী। এরা দলবদ্ধভাবে বাস করে এবং একসাথে খাবার খেয়ে, বিশ্রাম নিয়ে, বাসায় চলে যায়। শালিক পাখিরা একে অপরের সাথে যোগাযোগের জন্য কথা ব্যবহার করে। এরা তাদের অবস্থান, খাবারের উৎস, এবং বিপদ সম্পর্কে একে অপরকে জানায়।
শালিক পাখি কথা বলার ক্ষমতা তাদের বুদ্ধিমত্তারও প্রমাণ। শালিক পাখি বেশ বুদ্ধিমান প্রাণী। এরা সমস্যা সমাধান করতে পারে, শিখতে পারে, এবং স্মৃতি ধরে রাখতে পারে।

শালিক পাখির ডানার রং কি

শালিক পাখির ডানার রং কি, শালিক পাখির ডানার রং সাধারণত গাঢ় বাদামি হয়। ডানার উপরে একটি সাদা পট্টি থাকে। ওড়ার সময় এই পট্টিটি স্পষ্টভাবে দেখা যায়। লেজের প্রান্তভাগও সাদা হয়। বাংলাদেশে সবচেয়ে পরিচিত শালিক প্রজাতি হল ভাত শালিক। ভাত শালিকের ডানা ও লেজের রং গাঢ় বাদামি। তবে, অপ্রাপ্তবয়স্ক ভাত শালিকের ডানা ও লেজের রং অপেক্ষাকৃত ফিকে হয়।
শালিক পাখির ডানার রং তার প্রজাতির উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। তবে, সাধারণত শালিক পাখির ডানার রং গাঢ় বাদামি হয়। আশা করি বুঝতে পেরেছেন শালিক পাখির ডানার রং কি

শালিক পাখির বৈশিষ্ট্য

শালিক পাখির বৈশিষ্ট্য, শালিক পাখি Passeriformes বর্গের Sturnidae গোত্রের অন্তর্গত একদল ছোট ও মাঝারি আকারের বৃক্ষচর পাখি। স্টার্নিডি নামটি লাতিন Sturnus থেকে এসেছে যার অর্থ শালিক। অধিকাংশ বড় আকৃতির এশীয় শালিক প্রজাতি ময়না নামে পরিচিত। ইউরোপ, এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং বিষুবীয় অঞ্চলের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোতে শালিক দেখা যায়।

শালিক পাখির প্রধান বৈশিষ্ট্যগুলো হলঃ

আকারঃ শালিক পাখি সাধারণত মাঝারি আকারের হয়। এদের দৈর্ঘ্য ১৫ থেকে ৩০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে।
শালিক পাখির বৈশিষ্ট্য
শালিক পাখির বৈশিষ্ট্য

রঙঃ শালিক পাখির রঙ প্রজাতির উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। তবে, সাধারণত শালিক পাখির পিঠ গাঢ় বাদামি হয়। ডানার উপরে একটি সাদা পট্টি থাকে। লেজের প্রান্তভাগও সাদা হয়।

ঠোঁটঃ শালিক পাখির ঠোঁট সোজা, সরু ও কিছুটা লম্বা ঠোঁটের রং সাধারণত গাঢ় কমলা-হলুদ হয়।

পাঃ শালিক পাখির পা মজবুত, লম্বা ও শক্ত হয়। পায়ের আঙ্গুলগুলো শক্তভাবে সংযুক্ত থাকে। পায়ের রং সাধারণত কালো বা বাদামি হয়।

ডাকঃ শালিক পাখির ডাক বিচিত্র ও কর্কশ। এরা বিভিন্ন ধরনের আওয়াজ এবং মানুষের কথা অনুকরণ করতে পারে।

শালিক পাখি কোথায় থাকে

শালিক পাখি কোথায় থাকে, শালিক পাখি ইউরোপ, এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং বিষুবীয় অঞ্চলের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোতে পাওয়া যায়। এরা বিশ্বের প্রায় সব মহাদেশে বাস করে। শালিক পাখি সাধারণত শহর ও গ্রামে বাস করে। এরা মানুষের কাছাকাছি বসবাস করতে পছন্দ করে। কারণ, শহর ও গ্রামে খাবারের প্রাচুর্য থাকে।

শালিক পাখি সাধারণত গাছের খোড়ল এবং দালানের ফোঁকড়ে বাসা বাঁধে। তবে, কখনও কখনও এরা মাটিতেও বাসা বাঁধে। শালিক পাখির প্রজাতির উপর নির্ভর করে এদের আবাসস্থল পরিবর্তিত হতে পারে। তবে, সাধারণত শালিক পাখি খোলা জায়গা, বন, গ্রাম, শহর, ইত্যাদিতে বাস করে।

শেষ কথা

আপনাদের এই পুরো আর্টিকেলটি পড়তে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আপনি যদি এই পুরো পোস্টটি মনোযোগ দিয়ে পড়ে থাকেন তাহলে শালিক পাখির বাচ্চা কি খায়, শালিক পাখি কি খায় সহ আরো বিস্তারিত ধারণা পেয়েছেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত নতুন তথ্য পেতে আমাদের সাথেই থাকবেন। এবং আমার জন্য সবাই দোয়া করবেন যাতে করে নিয়মিত সঠিক তথ্য জানাতে পারি আপনাদের। ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মারিয়া অনলাইন ব্লকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url