গেস্ট ব্লগিং কি সুবিধা অসুবিধা ও কিভাবে করবেন

গেস্ট ব্লগিং কি সুবিধা অসুবিধা ও কিভাবে করবেন

গেস্ট ব্লগিং কি সুবিধা অসুবিধা ও কিভাবে করবেন

গেস্ট ব্লগিং বলতে বুঝায় অন্য একটা ওয়েবসাইটে অতিথি হয়ে আর্টিকেল লিখে দেওয়া। গেট ব্লগিং এর সুবিধা ও অসুবিধা এখন বলব সুবিধা ধরুন আপনি আমাকে দুইটা তিনটা পোস্ট লিখেছেন এখন আমি আপনাকে সেই পোস্টের বিনিময়ে আপনাকে অর্থ প্রদান করব। অসুবিধা হলো আপনি যে পোস্টটা লিখেন সেই পোস্টটার পেমেন্ট মাত্র একবারই পাবেন।
আপনাকে দেখার দরকার হবে না যে আপনার আর্টিকেল থেকে সে ইনকাম করতে পারছে কিনা। আবার সে আপনার এই একটা পোস্ট দিয়ে অনেক টাকা ইনকাম করতে পারে আবার নাও করতে পারে এটাই হল গেস্ট ব্লগিং এর সুবিধা ও অসুবিধা। আবার আপনি যে আর্টিকেলটি লিখে দিবেন ওই আর্টিকেল যদি কোয়ালিটি ফুল হয় তাহলে সেই আর্টিকেল দিয়ে লং টাইম ইনকাম করতে পারে।

এখন আপনার মনের প্রশ্ন আসতে পারে যে তাহলে আমি কি করব নিজের ওয়েবসাইটে পোস্ট লিখব নাকি গেস্ট ব্লগিং করবো। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার সাইটের পাশাপাশি গেট ব্লগিং করতে পারেন এতে করে আপনার পোষ্টের কোয়ালিটি ভালো হবে তার সাথে কিছু অর্থ পাবেন যদি আপনার হাতে সময় থাকে।

আপনার একটা ওয়েবসাইট আছে এবং সেই ওয়েব সাইটে অনেকগুলো আর্টিকেল রাইটার রয়েছে তাহলে আপনি আর্টিকেল গুলো কিভাবে বিক্রি বা সেল করবেন আপনি চারটা নিয়মে বাংলা ইংরেজি আর্টিকেল বিক্রি বা সেল করতে পারেন।
ফেরি করে বিক্রি করা
ফেরি করে দুইটা নিয়মে বিক্রি করতে পারেন একটা হল জনপ্রিয় ওয়েবসাইটে গিয়ে তাদের সাথে কথা বলে আর্টিকেল বিক্রি করতে পারেন আবার ফেসবুক পেজে বুস্ট করে আপনি লিখতে পারেন যে আমি গেস্ট ব্লগিং সার্ভিস দিয়ে থাকি এত শব্দ এত টাকা দিতে হবে। তাহলে দেখবেন অনেক ক্লাইন্ট পেয়ে যাবেন তাদের কাছে পোস্ট সেল দিতে পারবেন অনেক অল্প সময়ের ভেতরে।
মার্কেটপ্লেস এ বিক্রি করা
বাংলা ইংরেজি আর্টিকেল বিক্রি করার জন্য জনপ্রিয় মার্কেট প্লেস হল ফাইবার আপনি চাইলে ফাইবারে অ্যাকাউন্ট করে আপনার আর্টিকেল সেল দিতে পারেন।
পার্ট টাইম জব করা
পার্ট টাইম গেস্ট ব্লগিং করতে গুগলে গিয়ে লিখবেন বাংলা আর্টিকেল লিখে আয় তাহলে দেখবেন আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট আসবে যেকোনো একটা ওয়েবসাইটে ঢুকে তাদের নিয়ম কানুন গুলো দেখে পার্টটাইম জব করতে পারেন।
ফুল টাইম জব করা
ফুল টাইম জব বলতে বুঝায় আপনি একটা সাইটে গেস্ট ব্লগিং করছেন সেই সাইটের এডমিন ৩০ দিনের জন্য একটা শর্ত দিয়ে থাকে যেমন ধরেন সে বলল ৩০ দিনে ৩০ টা পোস্ট লিখে দিতে হবে এর বিনিময়ে মাস শেষে একটা পেমেন্ট দেওয়া হবে। আবার বলল যে ৩০ দিনে ৬০ টি পোস্ট লিখতে হবে এত শব্দের তার জন্য মাস শেষে ভালো একটা পেমেন্ট দেওয়া হবে।

আপনি চাইলে আমাদের সাথে কথা বলে ফুল টাইম জব করতে পারেন এবং বিনিময়ে কিছু অর্থ উপার্জন করতে পারেন।

গুগল কন্টেন্ট পলিসি(*)

আজকে আমরা জানবো কনটেন্ট পলিসি মানে কি কোন কোন পোস্ট সাপোর্ট করে আর কোন কোন আর্টিকেল গুলো সাপোর্ট করে না এবং আর্টিকেল লেখার সময় অনেক নিয়ম কানুন ফলো করে আর্টিকেল লিখতে হয় কি কি নিয়ম কানুন ফলো করে আর্টিকেল লিখতে হবে তার লিংক উপরে গুগল কন্টেন্ট পলিসি এর পাশে ইস্টার চিহ্ন আছে সেখানে ক্লিক করলে তাদের নিয়ম কানুন গুলো দেখাবে আপনি সেই নিয়ম কানুন গুলো মনোযোগ দিয়ে পড়ে আর্টিকেল লেখা শুরু করতে পারেন।

এডভান্স আর্টিকেল ফরমেটিং টেকনিক

আপনি যদি আপনার আর্টিকেল থেকে আয় ইনকাম করতে চান তাহলে আপনাকে পাঁচটি কাজ করতে হবে। যেমন গ্রাহকের ইন্টারেস্ট ধরে রাখা গ্রাহকের ইন্টারেস্ট কিভাবে ধরে রাখবেন এর জন্য ম্যাজিকাল টাইটেল ব্যবহার করতে হবে যাতে করে আপনার পোস্টের টাইটেল দেখেই পড়তে মন চায়। এবং আপনার আর্টিকেলের ভেতরে আমি আপনি শব্দ ব্যবহার করতে পারেন।

যাতে করে আপনার গ্রাহক মনে করে যে আপনার সাথে গল্প করছে এরপর রয়েছে লিংকিং করা।আপনার আর্টিকেলে যত বেশি লিংকিং করা থাকবে তত বেশি ইনকাম হবে এবং গ্রাহক আপনার সাইটে বেশি সময় ধরে থাকবে। এরপর রয়েছে অ্যাকশন বাটন যোগ করা আমরা অনেক সময় পোস্টের ভিতরে লেখার সাথে লিংক করে থাকি

সেই লিংকগুলো অনেক গ্রাহকে বুঝতে সমস্যা হয় সেজন্য আপনি অ্যাকশন বাটন যোগ করতে পারেন।এতে করে আপনার গ্রাহকের বুঝতে সহজ হবে এরপর রয়েছে seo অপটিমাইজেশন মানে হলো seo এর মাধ্যমে আমরা আমাদের আর্টিকেলটি গুগলে খুঁজে পাই। যত ভালো এসিও করবেন তত বেশি আর্টিকেল র‍্যাংক করবে

তারপর রয়েছে এডসেন্স এড অপটিমাইজেশন আপনি যখন পোস্টের ভেতরে একটা লিংকে ক্লিক করবেন তখন দেখবেন যে সাথে সাথে একটা এড দেখাবে মূলত সেটাই হলো এডসেন্স এড অপটিমাইজেশন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মারিয়া অনলাইন ব্লকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url