স্ক্রিনশট টেকনিক - কপিরাইটিং বিশ্লেষণ
স্ক্রিনশট টেকনিক
আমাদের বিভিন্ন রকম আর্টিকেল লিখতে গিয়ে বিভিন্ন ধরনের স্ক্রিনশট ব্যবহার করতে হয়। তাই আজকে আপনাদের জানাবো পোষ্টের ভিতরে কিভাবে স্ক্রিনশট নিতে হয়। ধরুন আপনার পাঠককে বুঝাতে গিয়ে কয়েকটা স্ক্রিনশট ব্যবহার করতে হবে তাহলে আপনি কিভাবে নিবেন। আপনি যে বিষয়টি পাঠককে বোঝাতে চান সেই বিষয়ের একটা স্ক্রিনশট তুলে নিবেন।
এরপর স্ক্রিনশটটি পুরো পোস্ট না করে একটু কেটে নিবেন কেমন করে কাটতে হবে যাতে করে স্ক্রিনশটটি দেখে একজন বুঝতে পারে যে এটা কোন জায়গার স্ক্রিনশট। এক কথায় বলতে গেলে স্ক্রিনশটের ভিতরে যতটুকু দেখানোর দরকার ঠিক ততটুকু দেখাবেন এতোটুকু কেটে নেবেন না যাতে করে আপনার পাঠকের বুঝতে সমস্যা হয়।
উদাহরণস্বরূপ বললে আপনি যদি গুগলে গিয়ে যেকোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করেন তাহলে দেখবেন সেই বিষয়ের অনেকগুলো ওয়েবসাইট সামনে এসেছে আপনি যদি সেটার স্ক্রিনশট নিতে চান তাহলে পুরো স্ক্রিনশট না নিয়ে উপরের দুই তিনটা ওয়েবসাইট নিয়ে স্ক্রিনশট নিতে পারেন। তাহলে আপনার স্ক্রিনশট দেখতে অনেক ভালো হবে।
এখন আপনাদের জানাবো কিভাবে কম্পিউটার থেকে স্ক্রিনশট নিয়ে এডিট করে আপনার আর্টিকেলে পোস্ট করা যায়। কম্পিউটারে স্ক্রিনশট অনেক ভাবে নেওয়া যায় আমি আপনাদের একটা সফটওয়্যার দেখাবো সেটি হল স্নিপিট অ্যাপস এই অ্যাপস দিয়ে স্ক্রিনশট নিয়ে ফটোশপে সবটারে যেতে হবে।এরপর কাটাকাটি করতে ফটোশপে ঢুকে কন্ট্রোল প্লাস O চাপ দিলে আপনার সামনে ফাইল ওপেন হয়ে যাবে।
এরপর স্ক্রিনশটটি দেখিয়ে দিয়ে ওপেন করতে হবে এরপর বাকি অংশ বাদ দিয়ে CROP TOOL সিলেক্ট করতে হবে। এরপর ফটোশপের ভিতরে রাইট বাটন ক্লিক করে CLEAR RATIO করে নিবেন। এরপর যতটুকু অংশ দরকার ততটুকু অংশ কেটে নিবেন এরপর আপনি যদি বলেন যে আমার স্ক্রিনশট যদি অন্য কেউ চুরি করে তাহলে চুরি ঠেকাতে কি করবেন।
এর জন্য আপনার স্ক্রিনশটে একটা জলসাপ ব্যবহার করতে পারেন তাহলে চলুন দেখি কিভাবে জলসাপ নিতে হয়। এর জন্য আপনি আপনার ওয়েবসাইটের নাম দিতে পারেন এর জন্য ফটোশপের টেক্সট টুল এ ক্লিক করে আপনার ওয়েব সাইটের নাম স্ক্রিনশট এর উপরে লিখে নিবেন। এরপর লেখাটা ছোট বড় করতে কন্ট্রোল প্লাস্টিক T চাপ দিয়ে লেখা ছোট বড় করে সেভ করে নিবেন ।
এরপর layers এ ক্লিক করে OPACITY TA কমিয়ে দিতে হবে। আর আপনার যদি ফটোশপের LAYERS অপশন না থাকে তাহলে উপরে উইন্ডোতে ক্লিক করে লেয়ারে ক্লিক করবেন তাহলে চলে আসবে। এরপর সেভ করার জন্য কন্ট্রোল প্লাস ওয়াল্টার প্লাস সিট প্লাস এস চাপ দিয়ে সেভ এ ক্লিক করে ডেস্কটপ দেখিয়ে দিয়ে সেভ করবেন।
এরপর অনেক সময় দেখা যায় যে স্ক্রিনশটে মার্ক দিয়ে দেখাতে হয় এর জন্য ফটোশপে ব্রাশ টুল ব্যবহার করবেন। ব্রাশ টুল সিলেক্ট করতে কন্ট্রোল প্লাসB চাপ দিলে ব্রাশ টুল সিলেক্ট হয়ে যাবে। এরপর ইচ্ছামত কালার দিয়ে মার্ক করে নিতে পারেন। এরপর আরেকটি কাজ করতে পারেন ব্রাশ টুল সিলেক্ট করে রাইট বাটনে চাপ দিয়ে দেখবেন অনেকগুলো ব্রাশ আছে। আপনি সলিড ব্রাশ নিয়ে নিবেন এরপর ইচ্ছামত মার্ক করে ওয়েবসাইটে পাবলিস্ট করে দিতে পারেন।
গ্রামাটিকাল এরর চেকার
আমরা আর্টিকেল লেখার সময় গ্রামারটিকাল ভুল করে থাকি। ইংরেজি বানানগুলো খুব সহজেই ঠিক করা যায় কিন্তু বাংলা ব্যাকরণগত ভুলগুলো ঠিক করতে একটু সমস্যা হয়। তাই আজকে আমি জানাবো কিভাবে বাংলা ইংরেজি ভুল লেখা ঠিক করবেন। ইংরেজি বানান যদি ভুল হয় তাহলে সেই লেখার নিচে আন্ডার লাইন হয়ে যায় এরপর যে লেখাটা ভুল হয়েছে সেই লেখাটা সিলেক্ট করে মাউস এর রাইট বাটন ক্লিক করলে দেখবেন সাজেশন দিয়েছে সেখান থেকে যেটা সঠিক সেটা সিলেট করে নেবেন।
এরপর বাংলা লেখার নিয়ম আপনি প্রথমে অভ্র স্পেল চেকার ডাউনলোড করে নিবেন। এরপর আপনি যখন পোস্ট লিখেন ব্লগার এ সেই পোস্টটি সম্পূর্ণ কপি করে অভ্র স্কেল চেকার এ পেস্ট করতে হবে। এরপর দেখবেন ইস্পিল ট্রেকার নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন। এরপর স্পেন চেকার নাও এখানে ক্লিক করবেন
এরপর দেখবেন কয়েকটা ধাপ এসেছে। যেমন change on এর মানে হলো যে লেখাটা সিলেক্ট করেছেন শুধু সেই লেখাটা ঠিক হয়ে যাবে। এরপর রয়েছে চেঞ্জ অল মানে যে লেখাটা সিলেক্ট করেছেন। সেই লেখা পুরো পোস্টে যত জায়গায় আছে সব জায়গায় ঠিক হয়ে যাবে এই নিয়ম ফলো করে আপনি আপনার পোস্টের বাংলা ইংরেজি লেখাগুলো ঠিক করতে পারবেন।
কপিরাইটিং বিশ্লেষণ
আজকে আমি আপনাদের জানাবো কপিরাইটিং কি, আমরা অনেকেই মনে করি যে কপিরাইটিং মানে হল কপিরাইট কিংবা কপি পেস্ট জনিত একটা বিষয় কিন্তু আসলে সত্যি বলতে এই দুইটার একটাও না। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে যে কপি রাইটিং কি? তাহলে চলুন জেনে নেই ধরুন আপনি আপনার ভিজিটর কে সেবা কিংবা পণ্য বিক্রি করবেন বিভিন্ন মাধ্যমে।
যেমন কথা বলার মাধ্যমে কিংবা কিছু লেখার মাধ্যমে মূলত এটাকেই কপিরাইটিং বলা হয়। কপিরাইটিং এর কয়েকটি ধাপ আছে যেমন অ্যাটেনশন মানে আপনার পাঠকের মনোযোগ কিংবা অ্যাটেনশন ধরে রাখা। এরপর রয়েছে PROMISE এর মানে হলো আপনার পাঠক যে সেবা বা পণ্য নিবে তার কি পরিমাণ লাভ বা ক্ষতি হবে এটা হল প্রমিস করা বুঝায়।
এরপর রয়েছে কল টু অ্যাকশন এর মানে একশনের মাধ্যমে কোন সেবা বা কোর্স নিবে এই সমস্ত বিষয়গুলো কল টু অ্যাকশন এবং এক কথায় বললে কপিরাইটিং হল কোন ব্যক্তির অ্যাটেনশন এসিভ করে তাকে কিছু প্রমিস করে তার কাছে সেবা বা পণ্য বিক্রি করাকে কপি রাইটিং বলে।
PLAGIARISM কি, কেন করবেন না
PLAGIARISM মানে হলো আপনার ওয়েবসাইটের পোস্ট অন্যরা কপি করে বা চুরি করে তাদের নামে চালিয়ে দেওয়া। যেহেতু এটা এক ধরনের চুরি করা সেহেতু এই কাজটা করা ঠিক হবে না এখন বলব যে আপনার সাইট থেকে যদি কেউ লেখা চুরি করে তাহলে সেটি দেখবেন কিভাবে। সেই জন্য যে পোস্টটা চেক করবেন সেই পোস্টের লিংক কপি করে COPYSCAPE.COM সাইটে গিয়ে লিংকটা পেস্ট করে গো বাটনে চাপ দিতে হবে।
এরপর আপনার সামনে অনেকগুলো রেজাল্ট আসবে। সাইটটা যেহেতু আমরা ফ্রি ব্যবহার করব সেজন্য মাঝে মাঝে ঠিকঠাক তথ্য নাও দিতে পারে। আপনি যদি ফ্রিতেই জানতে চান তাহলে যে পোস্ট দেখবেন সেই পোষ্টের কিছু লেখা কপি করে গুগলে গিয়ে তারপর দেখবেন যে অন্য ওয়েবসাইটে লেখাগুলো হুবহু মিল আছে কিনা।
যদি থাকে তাহলে বুঝবেন যে আপনার ওয়েবসাইটে লেখা অন্য কেউ চুরি করে তার ওয়েবসাইটে চালিয়ে দিচ্ছে। আপনারা যদি এই নিয়ম ফলো করেন তাহলে ফ্রিতেই দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটে তথ্য কেউ চুরি করেছে কিনা।
আর্টিকেল স্পিনিং ও স্ক্যাপিং বিশ্লেষণ
শুরুতেই আমরা জানবো আর্টিকেল স্পিনিং কি, কিভাবে করতে হয়। আর্টিকেল স্পিনিং হলো অন্য সাইটের পোস্ট কপি না করে কথাগুলো ঘুরিয়ে পিছিয়ে বলা এ ধরনের আর্টিকেলকে স্পিনিং বলা হয়। এক কথায় বলতে গেলে একটা পোস্টকে কপি করে মাঝে মাঝে শব্দগুলো চেঞ্জ করে নতুন একটা পোস্টে রুপ দেওয়া।
এখন জানাবো স্ক্যাপিং কি, scaping হলো একটা ফোকাস কিওয়ার্ড দিয়ে একটা পুরো পোস্ট তৈরি করা। এটা আপনি টাকা দিয়েও করতে পারেন আবার ফ্রীতেও করতে পারেন এর জন্য আপনাকে গুগলে গিয়ে লিখতে হবে আর্টিকেল স্ক্যাপিং। এরপর আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট দেখাবে সেখান থেকে আপনি এই সেবাটা নিতে পারেন। কিন্তু আমার মতে আর্টিকেল স্কেপিং ও স্ট্যাপিং কোনটাই করা ঠিক হবে না।
BUYING কিওয়ার্ড র্যাংক করে ইনকাম করা
BUYING কিওয়ার্ড মানে হল ধরুন একটা প্রোডাক্টের নাম লিখে গুগলে কেউ সার্চ করেছে এবং সেই সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছে যেমন প্রোডাক্টটা ভালো নাকি খারাপ ইত্যাদি বিষয়ে জানতে পারে। আপনি এখন একটা কাজ করতে পারেন ধরুন আপনার ভিজিটর আপনার সাইটে গিয়ে লিখল মধু খাওয়ার উপকারিতা।
এখন আপনি BUYING কিওয়ার্ড বা মধু খাওয়ার উপকারিতা সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়ে পোস্ট লিখতে হবে। এরপর যে পোস্টটি পড়তে আসছে সে পড়তে পড়তে মধু খাওয়ার জন্য অডার করতে পারে আপনি চাইলে তাদের কাছে মধু বিক্রি করতে পারেন। যেমন অনেক পেজে দেখা যায় অনেক ভালো ভালো মধু সেল হয়।
আপনি চাইলে তাদের পেজের লিংক দিয়ে ইনকাম করতে পারেন এছাড়াও আরো অনেক উপায়ে BUYING কিওয়ার্ড র্যাংক করে করে ইনকাম করা যায়।
লং টেইল কিওয়ার্ড বিশ্লেষণ
আপনি যদি বলেন লং টেইল কিওয়ার্ড কাদের জন্য ভালো বা তারা ব্যবহার করতে পারবে নতুনরা করবে নাকি পুরাতনরা করবে এই সমস্ত বিষয় নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। ধরুন আপনি গুগলে গিয়ে সার্চ করলেন ইউআরএল কি এইটা হল SHOT TEIL কিওয়ার্ড এর সাথে যদি আরো কিছু জুড়ে দিলে তাকে বলা হয় লং টেইল কিওয়ার্ড।
লং টেইল কিওয়ার্ড দিয়ে গুগলে মানুষজন কম সার্চ করে থাকে এবং google এ রেজাল্টের পরিমাণ কম থাকে। তাই আপনি যদি চান লং টেইল কিওয়ার্ড দিয়ে শুরুতেই আপনি আপনার ওয়েবসাইট গুগলের শুরুতে আনতে পারেন এরপর আপনার সাইট যখন গোরো করবে তখন শর্ট টেল কিওয়ার্ড দিয়ে পোস্ট দেখতে পারেন।
আর্টিকেল রাইটিং এর স্ট্রাটেজি, ট্রপিক খোঁজা, কিওয়ার্ড এনালাইসিস
ধরুন আপনি একটা পোস্ট লিখবেন কিন্তু আপনি জানেন না যে কোন বিষয়ে পোস্ট লিখবেন সেজন্য আপনাকে যেতে হবে গুগলে গুগলে গিয়ে google.com লিখে ইন্টার করবেন। এরপর যে বিষয়ে পোস্ট লিখবেন সেই বিষয়ে একটা শব্দ লিখতে হবে এরপর দেখবেন নিচে অনেকগুলো সাজেশন এসেছে। সেখান থেকে যেকোনো একটা কিওয়ার্ড নিয়ে পোস্ট লিখতে পারেন।
এখন বলব কিওয়ার্ড অ্যানালাইসিস ধরুন আপনি গুগলে লিখলেন পেঁয়াজ খাওয়ার উপকারিতা এর যদি একটু নিচে ফলো করেন তাহলে দেখতে পারবেন নিচে আরও অনেকগুলো সাজেশন দিয়েছে পেঁয়াজ খাওয়ার উপকারিতা সংশ্লিষ্ট বিষয়ে। আপনি চাইলে একটি কিওয়ার্ড এর সাথে সাজেশন এ যে কিওয়ার্ডগুলো এসেছে সেগুলো এড করে একটা পোস্ট লিখতে পারেন।
এতে করে কি হবে গুগলে যখন পেঁয়াজ খাওয়ার উপকারিতার পাশাপাশি যে কিওয়ার্ডগুলো এড করেছেন সেগুলো দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে আপনার পোস্ট শুরুতেই দেখাবে যদি ঠিকমতো কাজ করতে পারেন। আশা করি এই পুরো বিষয়গুলোর সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন।
মারিয়া অনলাইন ব্লকের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url